কলকাতা 

মমতার সিএএ ও এনআরসি বিরোধী ইস্যুকে সমর্থন করে মিছিলে অংশ নিলেন ইউনানি মেডিকেল কলেজের শিক্ষক-ছাত্ররা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আজ শুক্রবার কলকাতার পার্কসার্কাস ময়দানে সিএএ এনআরসি বিরোধী সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সভায় যোগ দেন ইউনানি মেডিকেল কলেজের ছাত্রছাত্রী শিক্ষকরা তাঁরা মুখ্যমন্ত্রীর এই অবস্থানকে সমর্থন করেন তাঁদের হাতে ছিল ব্যানার পোষ্টার

আজকের সভায় স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন , সিএএ এনআরসি প্রত্যাহার করার সিদ্ধান্ত না জানানো পর্যন্ত এই আন্দোলন চলবে তিনি এদিন সভায় আগত শ্রোতাদের শপথ বাক্য পাঠ করান তিনি বলেন , আমরা সবাই ভারতের নাগরিক বাংলার নাগরিক আমরা কোনোভাবেই নাগরিকত্ব সংশোধিত আইন মানব না যতদিন না পর্যন্ত এই আইন প্রত্যাহার করা হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে

Advertisement

এদিন কলকাতা ইউনানি মেডিকেল কলেজ থেকে জানানো হয়েছে তাদের প্রায় ২৫০ জন ছাত্রছাত্রী শিক্ষকশিক্ষিকা এই সভায় মিছিল করে যোগ  দিয়ে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের প্রতি সংহতি প্রকাশ করা হয় তাঁরা বলেছেন , মুখ্যমন্ত্রী যেভাবে সংখ্যালঘুদের স্বার্থকে দেখছেন তা ভারতের অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী দেখছেন না এজন্য মুখ্যমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ । 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 × two =