দেশ 

অপসারণ বেআইনি ছিল জানাল ট্রাইবুন্যাল , ফের টাটার মাথায় সাইরাস মিস্ত্রি!

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ট্রাইবুন্যালের রায়ে স্বমহিমায় টাটা সন্সের চেয়ারম্যান পদে ফিরছেন সাপুরজিপালনজি পরিবারের সদস্য সাইরাস মিস্ত্রি আজ তিন বছর আগে সাইরাস মিস্ত্রিকে সারিয়ে টাটা সন্সের এগজিকিউটিভ চেয়ারম্যানের পদ থেকে তাঁকে সরিয়ে এবং তাঁর জায়গায় এন চন্দ্রশেখরণকে বসানো হয়েছিল বুধবার এই নিয়ে রায় দিল দ্য ন্যাশনাল কোম্পানি অ্যাপিলেট ট্রাইবুনাল (এনসিএলএটি) রায় বরা হয়েছে তাঁকে সরানো বেআইনি ছিল অবিলম্বে সাইরাসকে ওই পদে পুনর্বহালের নির্দেশও দিয়েছে ট্রাইবুনাল ফলে ফের টাটা সন্সের মাথায় বসতে চলেছেন সাইরাস মিস্ত্রি তবে এই রায়ের বিরুদ্ধে আগামী চার সপ্তাহের মধ্যে উচ্চআদালতে আবেদন করতে পারবে টাটা সন্স

২০১২ সালের ডিসেম্বরে টাটা সন্সের এগজিকিউটিভ চেয়ারম্যান নিযুক্ত করা হয় সাপুরজিপালনজি পরিবারের সদস্য সাইরাস মিস্ত্রিকে। চার বছর পর ২০১৬ সালের অক্টোবরে তাঁকে সেই পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেয় সংস্থার বোর্ড অব ডিরেক্টর্স। পরে তাঁকে সংস্থার বোর্ড অব ডিরেক্টর্স থেকেও সরিয়ে দেওয়া হয়

Advertisement

এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এনসিএলএটিতে প্রথমে মামলা করে সাইরাস মিস্ত্রির সংস্থা সাইরাস ইনভেস্টমেন্টস প্রাইভেট লিমিটেড এবং স্টারলিং ইনভেস্টমেন্টস কর্পোরেশন কিন্তু সেই মামলা খারিজ করে দেয় এনসিএলএটি তার পর সাইরাস নিজেই ট্রাইবুনালের দ্বারস্থ হন তাঁর অভিযোগ ছিল, কোম্পানি আইন মেনে তাঁকে সরানো হয়নি দীর্ঘ শুনানির পর শেষে সাইরাসের পক্ষেই রায় দিল এনসিএলএটি

শিল্পমহলের খবর, ২০১৬ সালে বেসরকারিকরণের সিদ্ধান্ত নেয় টাটা সন্সের বোর্ড অব ডিরেক্টর্সের একাংশ। কিন্তু সেই সিদ্ধান্তের বিরোধিতা করেন সাইরাস। তা ছাড়া সংস্থার নানাবেনিয়মচলছে বলে অভিযোগ তুলে বলেছিলেন, ছোট শেয়ার হোল্ডারদের মতামতকে গুরুত্বই দেওয়া হচ্ছে না। শিল্প বণিক মহলে কার্যত স্বীকৃত ছিল যে, এই সব কারণেই সেই সময় সাইরাসকে সরিয়ে দেওয়া হয়েছিল


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × two =