জেলা 

আরামবাগের সামতায় এনআরসি-সিএএ নিয়ে প্রতিবাদ সভা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : হুগলী জেলার আরামবাগ থানার আরান্ডী-সামতা বাজারে সোমবার এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে জাতি ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল নিয়ে এক সভার আয়োজন করা হয় । এই সভা থেকে এনআরসি ও সিএএ বিরোধী প্রস্তাব গৃহীত হয় । একইসঙ্গে সিএএ আইন কার্যকরী হলে সাধারন মানুষের কী কী সমস্যা হতে পারে তা নিয়েও আলোচনা হয় । এনআরসি করার যুক্তি কী , কেন এবং কোন কারণে মোদী সরকার এনআরসি করার উদ্যোগ নিয়েছে তা নিয়ে বক্তরা বিস্তারিত আলোচনা করেন । এনআরসি হলে কী কী কাগজ পত্রের প্রয়োজন হবে তাও বক্তরা এদিন সকলের উদ্দেশ্যে জানান । সকলকে সচেতন করা হয় ।

এই সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট বুদ্ধিজীবী সেখ হাসান ইমাম , শিক্ষক আবদুর রহিম , শিক্ষক আবুল কাশেম , মাওলানা ইশাহক, এহসান মামুন , আবুল বাশার , মধুসূদন খাঁ ,অতুল সরকার প্রমুখ। এই সব বক্তরা এনআরসি ও সিএএ-র কুফল সম্পর্কে আলোচনা করেন । আর এটা কার্যকরী হলে কীভাবে সাধারন মানুষ ক্ষতিগ্রস্থ হবে তা নিয়েও বিস্তারিত আলোচনা করেন বক্তরা । অনুষ্ঠানটির আয়োজক ছিল সংখ্যালঘু নাগরিক মঞ্চ ।

Advertisement

সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন সংখ্যালঘু নাগরিক মঞ্চের পক্ষে কামরুজ্জামান মিদ্দ্যা , নূর মহম্মদ খান , শিক্ষক রেজাউল করিম ও মাহমুদ হাসান । এলাকার জনমনাসে এই সভাটি ব্যাপক সাড়া ফেলেছে বলে জানা গেছে ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

11 + 12 =