দেশ 

জামিয়া কান্ড নিয়ে দিল্লি হাইকোর্টে যাওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : জামিয়া মিলিয়া ইসলামিয়ার ভেতরে ঢুকে পুলিশ লাঠিচার্জ করেছে এই অভিযোগ করে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছিলেন আইনজীবী ইন্দিরা জয়সিং এবং কলিন গনসালভেস।কিন্ত প্রধান বিচারপতি এসএ বোবদে জানিয়ে দিলেন , জামিয়া কান্ডের শুনানী এখানে নয় , প্রয়োজনে হাইকোর্টে যান ।

জামিয়া মিলিয়া এবং আলিগড় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর পুলিশি অভিযান নিয়ে সোমবার শীর্ষ আদালতে আবেদন করেছিলেন প্রধান বিচারপতি এস বোবদে তখন জানিয়েছিলেন, বিষয়টি নিয়ে শোনা হবে মঙ্গলবার। পাশাপাশি সতর্কবার্তাও দেন, দাঙ্গা বন্ধ না করলে মামলাটি শুনবে না আদালত। দিন মামলাটি উঠলে প্রধান বিচারপতি বলেন, “এটা আইনশৃঙ্খলার সমস্যা। বাসগুলোই বা কী ভাবে পুড়ল? আপনারা কেন হাইকোর্টে আবেদন জানাচ্ছেন না?”

Advertisement

এই ঘটনায় এক সদস্যের তদন্ত কমিটির গঠনের জন্য আদালতে আবেদন জানান আইনজীবী ইন্দিরা জয়সিং। আদালত তাঁর সেই আর্জিকে খারিজ করে দিয়ে বলে, “এটা সম্ভব নয়। কারণ ঘটনাগুলো বিভিন্ন রাজ্যে ঘটছে।শান্তি ফিরিয়ে আনতে একটা রাস্তা বার করা উচিত আদালতের। জয়সিংএর এই দাবির প্রেক্ষিতে আদালত বলে, “সংশ্লিষ্ট হাইকোর্টকে আমরা বলব। তারাই সঠিক সমাধানের পথ দেখাবে।”  

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে দেশের নানা প্রান্তে অশান্তি চলছে। বিক্ষোভে সামিল হয়েছে দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানগুলোও। অশান্তি চলছে অসম, ত্রিপুরাসহ উত্তরপূর্বের রাজ্যগুলিতে। পশ্চিমবঙ্গতেও এর আঁচ পড়ছে। ভাঙচুর চালিয়ে, আগুন জ্বালিয়ে প্রতিবাদ হচ্ছে। দেশের নানা প্রান্তের এই সব ঘটনা প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, “আলাদা আলাদা রাজ্যে এক একটি ঘটনা ঘটছে। বিভিন্ন প্রেক্ষিতে আলাদা আলাদা ঘটনা ঘটছে। কী ভাবে এগুলোকে এক সঙ্গে মেলানো সম্ভব, যেখানে ঘটনাগুলোই আলাদা?” এর পরই প্রধান বিচারপতি জানান, যে হেতু এক একটি রাজ্যে এক এক রকম ঘটনা ঘটছে, তাই সেগুলি দেখার জন্য হাইকোর্ট আছে ।”

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three × one =