Featured Video Play Iconকলকাতা 

ক্যাব আইন বিরোধী আন্দোলন শৃঙ্খলা মেনে তীব্র হোক ,ক্যাব আইনের ফলে আগামী দিনে দেশের সংখ্যালঘুদের জান-মালের নিরাপত্তা কতটা থাকবে তা নিয়ে মুখ খুলেছেন বিশিষ্ট আইনজীবী সরদার আমজাদ আলী বিস্তারিত জানতে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সম্প্রতি দেশের সংসদে পাশ হয়ে গেছে নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯ , রাষ্ট্রপতি স্বাক্ষর করার পর তা আইনে পরিণত হয়ে গেছে । রাষ্ট্রপতির সই হয়ে যাওয়ার দিন থেকেই এটা কার্যকরী হয়েছে । এই পরিস্থিতিতে দেশেজৃুড়ে এই আইনের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে । আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও কয়েকটি মুসলিম সংগঠনের ডাকে আন্দোলন চলছে । কিন্ত আন্দোলনের নামে ভাঙচুর ,অগ্নিসংযোগ করছে কিছু দুস্কৃতি । এর তীব্র নিন্দা করেছেন রাজ্যের প্রাক্তন সাংসদ ও বর্ষীয়ান আইনজীবী সরদার আমজাদ আলী । তিনি বলেছেন , বিজেপি সরকার মুসলিমদের বাদ দিয়ে যেভাবে ক্যাব আইন তৈরি করেছে তাতে আন্দোলন করাটা সংহত , প্রয়োজনীয় । তা আমাদের সাংবিধানিক অধিকার । কিন্ত আন্দোলনের নামে যেভাবে ভাঙচুর , সরকারি সম্পত্তিতে আগুন ধরানো হয়েছে তা নিন্দনীয় ।

তিনি বলেন , যেসব মুসলিম সংগঠন আন্দোলনের ডাক দিয়েছে তাদের নেতাদের কাছে আমার অনুরোধ , আপনারা ভাবুন আন্দোলনকে অভিষ্ট লক্ষ্যে নিয়ে যেতে হলে হিংসাত্মকভাবে আন্দোলন করলে হবে না । শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে আন্দোলনকে তরান্বিত করতে হবে । সরকারি সম্পত্তি ভাঙচুরের মধ্য দিয়ে আন্দোলনের উদ্দেশ্য বিঘ্নিত হবে । সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দেবে , সম্প্রীতি বিপন্ন হবে ।

Advertisement

তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বলেছেন , ক্যাব আইনের বিরোধিতা করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী এজন্য তাঁকে আমি অভিনন্দন জানাই । তবে আন্দোলনকারীরা হিংসাত্মক আন্দোলন করলে তাদের বিরুদ্ধে প্রশাসনকে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিক মুখ্যমন্ত্রী । কারণ রাজ্যের আইন ভেঙে কেউ আন্দোলন করতে পারে না । তাছাড়া আইন-শৃঙ্খলা বিঘ্নিত হলে তার দায় মমতার প্রশাসনকেই নিতে হবে । সুতরাং আমার অনুরোধ আন্দোলনকারী যারাই হোক তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক রাজ্য প্রশা্সন ।

এছাড়াও প্রবীণ আইনজীবী সরদার আমজাদ আলী ক্যাব আইনের বিপদ সম্পর্কে বিস্তারিত যা বলেছেন তা ভিডিওতে শুনুন ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eighteen − two =