কলকাতা 

নাগরিকত্ব সংশোধনী আইন সম্প্রীতি বিরোধী তা বাতিল করার দাবি জানালেন তৃণমূলপন্থী বুদ্ধিজীবীরা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়ার পর দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন বাংলার বুদ্ধিজীবী মহলের একাংশ। শনিবার কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে বাংলার জনগণকে কোন রকম প্ররোচনায় পা না দেওয়ার আবেদন জানান তারা।

দেশজুড়ে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য কেন্দ্রের বিজেপি সরকারকে দায়ী করেন কবি সুবোধ সরকার, শিল্পী শুভাপ্রসন্ন, সঙ্গীতকার প্রতুল মুখোপাধ্যায়ের মতন বিশিষ্টজনেরা। প্রতুল মুখোপাধ্যায় বলেন এদেশ সম্প্রীতির মাটি। মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতন মনীষীরা সেই সম্প্রীতির আদর্শ করে দিয়ে গিয়েছেন। আজ সেই সম্প্রীতির উপর আঘাত হানছে বিশেষ শক্তি। কবি সুবোধ সরকার বলেন শুধু সংখ্যাগরিষ্ঠতার জোরে যা খুশি তাই করছে কেন্দ্রের বিজেপি সরকার। নাগরিকত্ব সংশোধনী বিল বাতিলের দাবি জানান তারা।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 × 2 =