আন্তর্জাতিক 

নাগরিকত্ব সংশোধনী বিলের জেরে ভারত সফর বাতিল করলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯-র জেরে এক প্রধানমন্ত্রী সহ তিনি বিদেশি মন্ত্রীর সফর বাতিল হয়ে গেল । জানা গেছে , ভারত ক্যাব ইস্যুকে আন্তর্জাতিক -করণ করতে চায়নি । কিন্ত দেশের অভ্যন্তরে ক্যাবকে নিয়ে আন্দোলনের জেরে ভারত সফর স্থগিত করে দিলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের । এর আগে বাংলাদেশে ১৯৪৭ সাল থেকে হিন্দুদের উপর নির্যাতন চলছে এই অভিযোগ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করার পরই ভারত সফর বাতিল করে দেন বাংলাদেশের বিদেশমন্ত্রী আবুদল মোমেন । যা স্বাধীন ভারতের ইতিহাসে নজীরবিহীন । সংসদে একটি বিল পেশকে কেন্দ্র করে তা নিয়ে আন্তর্জাতিক মহলে যে বিরূপ প্রতিক্রিয়া হয়েছে তা এই ঘটনায় স্পষ্ট হয়ে গেল । স্বাধীন ভারতে এই প্রথম সংসদে বিল পেশকে কেন্দ্র করে বিদেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী ও বিদেশ মন্ত্রীকে সফর বাতিল করতে হলে যা এক কথায় নজীর বিহী

সূত্রের খবর , ঘুরে-ফিরে সেই নাগরিকত্ব আইনের জেরেই গত কাল বাংলাদেশের দুই মন্ত্রী এবং আজ জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সফর স্থগিত হয়ে গেল। গত কাল বিকেলে সাংবাদিক সম্মেলনে না-জানা গেলেও গভীর রাতেই খবর পাওয়া গিয়েছিল যে, আবের বহু-বিজ্ঞাপিত গুয়াহাটি সফরটি আপাতত বানচাল হতে চলেছে। সংসদে নাগরিকত্ব বিলটি পাশ হওয়া নিয়ে গুয়াহাটিতে যা পরিস্থিতি, তাতে স্বাভাবিক জনজীবনই বিকল।

Advertisement

সেখানে বিদেশের ভিভিআইপি অতিথিকে আমন্ত্রণ জানানোর কোনও প্রশ্নই ওঠে না। গত কয়েক দিন ধরেই বিষয়টি নিয়ে জলঘোলা চলছিল। আজ দুপুরে সরকারি ভাবে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে খুব সংক্ষিপ্ত বিবৃতি দিয়ে বলা হয়, ‘জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের প্রস্তাবিত ভারত সফরটি সম্পর্কে দুই দেশ যৌথ ভাবে সিদ্ধান্তে এসেছে যে, দু’টি দেশেরই সুবিধাজনক সময় তৈরি হওয়া পর্যন্ত তা স্থগিত রাখা হল।’

কূটনৈতিক সূত্রের মতে, জাপানের প্রধানমন্ত্রীর সফরটির থিমই ছিল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সেই অনুযায়ী স্থির হয়েছিল, নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বৈঠক হবে গুয়াহাটিতে। সেখান থেকে আবেকে ইম্ফলে নিয়ে গিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি-বিজড়িত শান্তি মিউজিয়াম পরিদর্শন করানো হবে। জাপানের অর্থে চলা ১২টি প্রকল্পের কাজ এবং খুঁটিনাটি আবেকে দেখাবেন মোদী। আরও বিনিয়োগের প্রতিশ্রুতিও ছিল। বিশেষত নেতাজি এবং জাপানের অতীত সংযোগের তাসটিকে নতুন করে খেলার কৌশল নেওয়া হয়েছিল।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one × 2 =