দেশ 

আজকের দিন ভারত এবং আমাদের জাতির জন্য একটা যুগান্তকারী দিন : নরেন্দ্র মোদী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী বিল। ১২৫টি ভোট পেয়ে রাজ্যসভায় পাশ হল বিল। বিপক্ষে ভোট পড়েছিল ১০৫ টি।

রাজ্যসভায় ক্যাব পাশের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বিবৃতিতে বলেছেন, আজকের দিন ভারত এবং আমাদের জাতির জন্য একটা যুগান্তকারী দিন। মোদী টুইটে লেখেন, তিনি খুশি যে নাগরিকত্ব সংশোধনী বিল রাজ্যসভায় পাশ হয়েছে। পাশাপাশি যে সমস্ত এমপিরা বিল পাশের পক্ষে ভোট দিয়েছেন তাঁদেরকেও ধন্যবাদ জানান তিনি। মোদী জানান, বছরের পর বছর ধরে যারা অত্যাচার সহ্য করে আছে, এই বিল তাঁদের দুর্দশা ঘোচাবে।

Advertisement

রাজ্যসভায় ৯ ঘণ্টা বিতর্কের পর রাত ৮টা ৪৫ মিনিট নাগাদ ভোটাভুটিতে বিল পাশ হয়ে যায়। পক্ষে ভোট পড়েছে ১২৫টি ও বিপক্ষে ভোট পড়েছে ১০৫টি। স্বাভাবিকভাবেই এটি ৩৭০-এর পর আরও একটি সাফল্য অমিত শাহের।

এই বিল অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের হিন্দু, বৌদ্ধ, ক্রিশ্চান, জৈন সহ সংখ্যালঘুরা প্রয়োজনে ভারতে নাগরিকত্বের দাবি জানাতে পারবেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

14 + five =