কলকাতা 

ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে সোচ্চার এসইউসিআই

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করে এবার পথে নামল এসইউসিআই কমিউনিস্ট। মঙ্গলবার ধর্মতলার লেনিন মূর্তির পাদদেশে থেকে মৌলালি রামলীলা ময়দান পর্যন্ত প্রতিবাদ মিছিল সংঘটিত করে তারা। এই সংশোধনী বিলের মাধ্যমে ধর্মীয় বিভাজন ঘটানোর চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার, অভিযোগ এসইউসিআই নেতাদের।

এনআরসির বিরুদ্ধেও সরব হন তারা। দলের অন্যতম শীর্ষ নেতা তথা প্রাক্তন সাংসদ ডাক্তার তরুণ মন্ডল হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলায় কোন মতে তারা এনআরসি হতে দেবেন না। দেশের বর্তমান জ্বলন্ত সমস্যা গুলো থেকে সাধারণ মানুষের মুখ ঘোরাতেই অন্যান্য বিষয় গুলোকে সর্বসমক্ষে আনা হচ্ছে।
এস ইউ সি আই এর এদিনের এই প্রতিবাদ মিছিলে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল যথেষ্ট। নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে তারা লাগাতার আন্দোলন চালাবে বলে এদিন জানিয়ে দিয়েছেন দলের নেতারা।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

seventeen + 19 =