জীবিকার খোঁজখবর 

আপার প্রাইমারির প্রথম পর্যায়ের ভেরিফিকেশন শুরু হলেও,দ্বিতীয় পর্যায়েও সুযোগ মিলতে পারে

শেয়ার করুন
  • 146
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদকঃ বাংলার জনরব আগেই জানিয়ে ছিল জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই আপার প্রাইমারির টেট উত্তীর্ণদের প্রথম তালিকা প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে। আমাদের বিশেষ সূত্রে পাওয়া এই খবরের সত্যতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছে। কিন্ত গতকাল রাতেই আপার প্রাইমারির প্রথম পর্যায়ে ভেরিফিকেশনের সুযোগ পাওয়া প্রার্থীদের তালিকা স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। গতকাল সন্ধ্যা থেকে এই তালিকা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে রাজ্যের সব প্রান্তের পরীক্ষার্থীরা দেখতে পায়নি। আজ সকাল থেকে এই টেকনিক্যাল সমস্যা অনেকটাই কেটে গেছে। যেকোন ব্যক্তি ১৬ সংখ্যার  অ্যাপ্লিকেশন আইডি সহ প্রার্থীর জন্ম তারিখ সঠিকভাবে ওয়েবসাইটে দিতে পারলেই ওই প্রার্থী প্রথম পর্যায়ে ভেরিফেকেশনের জন্য নির্বাচিত হয়েছেন কিনা তা জানতে পারবেন। একই সঙ্গে সব তথ্য দিয়ে ‍সাবমিট বাটনে ক্লিক করলে ভেরিফিকেশনও হয়ে যাবে।

উল্লেখ্য কলকাতা হাইকোর্ট এক রায়ে বলেছে,পার্শ্ব-শিক্ষকদের জন্য সংরক্ষিত ১০ শতাংশ আসন বাদ দিয়ে বাকি ৯০ শতাংশ আসনে নিয়োগে কোন আপত্তি নেই। এই রায়ের পর পঞ্চায়েত ভোট এসে যাওয়ার কারণে নিয়োগ প্রক্রিয়া শুরু করা যায়নি। পঞ্চায়েত ভোটের পর ছিল মহেশতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। উপনির্বাচন প্রক্রিয়া মিটে যাওয়ার পরই আপার প্রাইমারির ভেরিফিবেশনের কাজ শুরু হল।ওয়াকিবহাল মহল বলছেন,উচ্চ-প্রাথমিকে প্রথম পর্যায়ে পর দ্বিতীয় পর্যায়েও ভেরিফিকেশন হওযার সম্ভাবনা রয়েছে। কারণ,টেট উত্তীর্ণ অনেকেই একাদশ-দ্বাদশে কিংবা নবম-দশম বিভাগের শিক্ষক পদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে। তারা প্রথম পর্যায়ে অনেকেই সুযোগ পেলেও ভেরিফিকেশনে যাবে না কিংবা অংশ নেবে না। সেই খালি পদগুলি পূরণের জন্য আবার দ্বিতীয় পর্যায়ে ভেরিফিকেশন হতে পারে।

Advertisement

শেয়ার করুন
  • 146
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

7 − 3 =