দেশ 

অভিনব প্রতিবাদ উন্নাও কান্ডের বিচারের দাবিতে এক মা নিজের মেয়ের গায়ে পেট্রোল ঢাললেন!

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : উন্নাওয়ের নির্যাতিতার পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার ঘটনার প্রতিবাদে আজ শনিবার নয়াদিল্লিতে এক মহিলা নিজের শিশুকন্যার গায়ে পেট্রোল ঢেলে প্রতিবাদ করলেন । এই অভিনব বিক্ষোভে হতচকিত দেশ । অভিযুক্ত মহিলাকে হেফাজতে নিয়েছে পুলিশ। ওই শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ সূত্রে খবর, এ দিন দুপুরে নয়াদিল্লির সফদরজং হাসপাতালের বাইরে উন্নাও-কাণ্ডে নির্যাতিতার জন্য সুবিচারের দাবি জানাচ্ছিলেন ওই মহিলা। সঙ্গে ছিল তাঁর বছর ছয়েকের কন্যাও। হঠাৎই তার গায়ে পেট্রল ঢেলে দেন তিনি। খবর পেয়ে এলাকায় গিয়ে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। তাকে সফদরজং হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করানো হয়েছে।

Advertisement
শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে সফদরজং হাসপাতালে মৃত্যু হয় উন্নাও ধর্ষণ-কাণ্ডে নির্যাতিতার। শনিবার ময়নাতদন্তের পর হাসপাতাল থেকে উত্তরপ্রদেশের বাড়িতে তাঁর দেহ নিয়ে যাওয়া হয়। ওই ঘটনার প্রায় এক ঘণ্টা পর হাসপাতালের বাইরে বিক্ষোভ দেখান ওই মহিলা। সে সময়ই ওই ঘটনা ঘটে।

বৃহস্পতিবার আদালতে যাওয়ার পথে দুই অভিযুক্ত-সহ পাঁচ জনের হাতে আক্রান্ত হয় উন্নাওয়ের বছর তেইশের ওই তরুণী। ধর্ষণ মামলায় আদালতের যাওয়ার পথে তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা। তরুণীর দেহের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। পুলিশের সহায়তায় তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে চাপিয়ে নয়াদিল্লির সফদরজং হাসপাতালে উড়িয়ে আনা হয়। তবে গত রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার কিছু ক্ষণ পর মৃত্যু হয় তাঁর।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

16 − thirteen =