কলকাতা 

ডিসেম্বর মাসেই পেঁয়াজ ডবল সেঞ্চুরি করতে চলেছে !

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ইরাণের অনড় মনোভাবের ফলে এখনই কমছে না পেঁয়াজের দাম । বরং ডিসেম্বর মাসেই ২০০ টাকা কেজি হতে পারে পেঁয়াজ । পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের জন্য মিশর থেকে ৫ হাজার টন পেঁয়াজ আমদানি করা হয়েছে , আবার তুরস্ক থেকেও ১১ হাজার টন পেঁয়াজ আমদানির জন্য চুক্তি করেছে ভারত সরকার। তবে তাতে পেঁয়াজের দাম কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না । তাই পেঁয়াজ সমস্যা বাড়তে পারে আরও। দাম হতে পারে ২০০ ছুঁই ছুঁই।

রাজ্য সরকারের টাস্ক ফোর্সের সদস্য কমল দে বলেন , ‘আজ দক্ষিণ ভারতের পেঁয়াজের দাম পাইকারি বাজারে ১০৫ টাকা প্রতি কিলো। নাসিকের পেঁয়াজের দাম পাইকারি বাজারে ৯০ টাকা প্রতি কিলো। সেটা যখন খুচরো বাজারে আসছে তখন সেটা ১৩৫ টাকা হয়েই যাবে।’

প্রসঙ্গত খুচরো বাজারে বেশ কিছু জায়গায় ১৪০ টাকা করে পেঁয়াজ বিক্রি হচ্ছে বলে খবর মিলছে। অনেক খুচরো ব্যাবসায়ী এই সুযোগে এখন থেকেই ১৫০ টাকা কিলো দরে পেঁয়াজ বিক্রি করছেন বলেও খবর মিলছে। তবে দাম ১৫০ ছুঁতে বেশি সময় লাগবে না। কমলবাবু বলেন , ‘এখনই ৩০ শতাংশ গাড়ি কম আসছে কলকাতায়। এবার ডিসেম্বরের শেষের দিকে নতুন পেঁয়াজ উঠবে। তখন আরও সমস্যা বাড়বে।

Advertisement

কারন তখন আবার পুরনো পেঁয়াজ স্টকে রয়েছে এসব বলে গাড়ি পাঠাবে না। তখন এর চেয়েও দাম বাড়তে পারে। অবস্থা আরও খারাপ হতে পারে।’ ২০০ টাকা পেঁয়াজের দাম ছুঁতে পারে এমন আশঙ্কাও ভুল হবে না।
৩০ শতাংশ গাড়ি আসছেই না রাজ্যে। ফল ক্রম বাড়ছে পেঁয়াজের দাম।

এদিকে পশ্চিমবঙ্গ সরকারের তরফে ভর্তুকিযুক্ত পেঁয়াজ বিক্রি করছে ‘সুফল বাংলা’ স্টোর্স ও মোবাইল ভ্যানে। মঙ্গলবার সেখানে ৫৯ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হয়েছে বলে জানাচ্ছেন এক কর্মী।কেন্দ্রীয় সরকার পেঁয়াজ আমদানি নিষিদ্ধ করেছে এরই মধ্যে। পাশাপাশি ১.২ লক্ষ টন পেঁয়াজ আমদানি করা হচ্ছে। লক্ষ্য একটাই।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 × 1 =