জেলা 

মাধ্যমিকেও আল-আমিনের জয়জয়কার

শেয়ার করুন
  • 25
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ এ বছরের মাধ্যমিক পরীক্ষায় আল-আমিন মিশন উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছে । ২৮ টি শাখা থেকে ১৩৫১ জন  ছাত্র-ছাত্রী পরীক্ষা দিয়েছিল ।এরমধ্যে ৯৩৯ জন ছাত্র এবং ৪১২ জন ছাত্রী । এদের মধ্যে ২৭৭ জন ছাত্রছাত্রী ৯০ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছে। ৯৭৩ জন ছাত্রছাত্রী ৮০% নম্বর পেয়েছে।১২২৩ জন ছাত্রছাত্রী ৭০% নম্বর পেয়েছে।১৩১৭ জন ছাত্রছাত্রী ৬০% নম্বর পেয়েছে। মিশনের ছাত্রছাত্রীদের মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়েছে ইমন রাজ ও আল তৌফিক দুজনেই ৬৭০ নম্বর পেয়েছে। ৬৬৯ নম্বর পেয়ে মিশনে দ্বিতীয় স্থান দখল করেছে মইনুল হাসান। মেয়েদের মধ্যে  মিশনে প্রথম স্থান পেয়েছে আশিকা সুলতানার প্রাপ্ত নাম্বার ৬৬৪। মিশনের মেয়েদের মধ্যে দ্বিতীয় হয়েছে রোজিনা খাতুন। তার প্রাপ্ত নাম্বার ৬৬৩।

আল-আমিন মিশন পশ্চিম বাংলার মুসলিম সমাজের শিক্ষার অগ্রগতিতে বিশেষ স্থান দখল করে রেখেছে। এখান থেকে নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা করে কৃতি সন্তান হিসেবে দেশ-বিদেশে কর্মরত। এ বছরই আল-আমিন মিশনে পড়ুয়ারা সর্বভারতীয় মেডিকেল পরীক্ষায় ৪৩২ জন সুযোগ পেয়েছে ।এদের অনেকেই দরিদ্র পরিবারের সন্তান। আল-আমিন মিশন বাংলার সংখ্যালঘু সমাজের শিক্ষার প্রসারে যে আলোর দিশা নিয়ে এগিয়ে যাচ্ছে তাতে আগামী দিনে এই বাংলার মুসলিমরা শিক্ষাক্ষেত্রে আরও এগিয়ে যাবে বলে শিক্ষাবিদরা মনে করছেন।

Advertisement

শেয়ার করুন
  • 25
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × four =