কলকাতা 

পাতিপুকুর রেল স্টেশন সংলগ্ন বিদ্যুতের খুঁটিতে উঠে ঘুমিয়ে পড়ল যুবক , তাকে উদ্ধার করতে ডাকতে হল পুলিশ-দমকল ছঘন্টার চেষ্টায় উদ্ধার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : পাতিপুকুর রেল লাইনের বিদ্যুতের তারবাহী স্তম্ভের উপর শুয়ে আছেন এক যুবক । আর তাঁকে নামাতে পুলিশ ও দমকলকে ডাকতে হয় । শেষে প্রায় ছ’ঘণ্টার চেষ্টায় দমকল এবং পুলিশ কর্মীরা কোনও মতে নামিয়ে আনতে সফল হন ওই যুবককে। রেলপুলিশের দাবি, ওই যুবক মানসিকভাবে স্থিতিশীল নন।

রেলপুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনার সূত্রপাত শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ। বিধাননগর এবং শিয়ালদহের মাঝে পাতিপুকুর এলাকা থেকে স্থানীয় বাসিন্দারা প্রথমে খবর দেন রেল পুলিশকে। তাঁরা রেলের বিদ্যুতের তারবাহী স্তম্ভের উপরে এক যুবককে দেখতে পান। স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন, ওই যুবক রেলের ওই স্তম্ভের উপরে শুয়ে রয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রথমে তাঁকে নামতে বলেন। কিন্তু তিনি নামেননি। এর পরই পুলিশে খবর দেন তাঁরা।

Advertisement
রেল পুলিশ এসে ওই যুবককে নামানোর চেষ্টা করেন। কিন্তু তাঁরা ব্যর্থ হন। এর পর দমকলকে খবর দেওয়া হয়। দমকল কর্মীরা প্রথমে নাগাল পাননি কারণ তাঁদের মইয়ের উচ্চতার থেকে ওই স্তম্ভের উচ্চতা বেশি। এর পর রেলের বিদ্যুৎবাহী লাইন রক্ষণাবেক্ষণের জন্য যে টাওয়ার ভ্যান ব্যবহার করা হয়, সেই ভ্যান নিয়ে আসা হয়। ওই টাওয়ার ভ্যানের উপর দমকল কর্মীরা মই লাগিয়ে স্তম্ভের উপরে ওঠেন। দু’দিক থেকে ঘিরে ফেলা হয় ওই যুবককে। প্রথমে .যুবকটি নামতে না চাইলেও, দমকল কর্মীরা রাত প্রায় ৩টে নাগাদ ওই যুবককে নামিয়ে আনেন। ওই যুবককে রেলপুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে,  উদ্ধার পর্ব চলে গভীর রাতে। সে কারণেই  ট্রেন পরিষেবায় কোনও বিঘ্ন ঘটেনি।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

twenty − 6 =