আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১২ ফেব্রুয়ারী
নিজস্ব প্রতিনিধিঃ এবছরের তুলনায় আগামী বছর প্রায় একমাস আগে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। আগামী বছর পরীক্ষা শুরু হবে ১২ ফেব্রুয়ারী, মঙ্গলবার। পরীক্ষা শেষ হবে ২২ ফেব্রুয়ারী। আজ আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফল ঘোষণার পরেই একথা জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। কিন্তু পরীক্ষা এগিয়ে আসা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে জোর জল্পনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী বছরের মে মাসের দিকে লোকসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। এরই মাঝে রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। নির্বাচনের অন্তত একমাস আগে প্রচারপর্ব শুরু হয়ে যাবে। ক্ষেত্রে ফেব্রুয়ারিতে মাধ্যমিক পরীক্ষা শুরু হলে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা মার্চ মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের দিকে শুরু করা সম্ভব হবে। এপ্রিল মাস নাগাদ নির্বাচনী প্রচার শুরু হলেও তাতে পরীক্ষার্থীদের কোনও অসুবিধা হবেনা। তাই লোকসভা নির্বাচনের দামামা বাজার আগেই মাধ্যমিকের পরীক্ষা সেরে ফেলতে চাইছে পর্ষদ।
মাধ্যমিক পরীক্ষার নির্ঘন্টঃ

১২ ফেব্রুয়ারী মঙ্গলবার প্রথম ভাষা।
১৩ ফেব্রুয়ারী বুধবার। দ্বিতীয় ভাষা।
১৫ ফেব্রুয়ারী শুক্রবার ইতিহাস।
১৬ ফেব্রুয়ারী শনিবার ভূগোল।
১৮ ফেব্রুয়ারী সোমবার অংক।
১৯ ফেব্রুয়ারী মঙ্গলবার ভৌতবিজ্ঞান।
২০ ফেব্রুয়ারী বুধবার জীবন বিজ্ঞান।
২২ ফেব্রুয়ারী শুক্রবার ঐচ্ছিক বিষয়।
প্রত্যেকদিন পরীক্ষা শুরু হবে সকাল ১১.৪৫ মিনিটে। শেষ হবে দুপুর ৩ টেয়।