জেলা 

মেডিক্যাল নিটে নজরকাড়া সাফল্য আল-আমীনের

শেয়ার করুন
  • 36
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ সর্বভারতীয় অভিন্ন ডাক্তারি প্রবেশিকা ‘নিট’এ নজরকাড়া সাফল্য পেল আল-আমীন মিশন। এবার এখান থেকে মোট ৪৩২ জন পরীক্ষার্থী দেশের মধ্যে ভালো ফল করেছে। অনেকের নাম রয়েছে পঞ্চাশ হাজারের মধ্যে। এদের মধ্যে ১০০ জন ছাত্রীও রয়েছে।

৭২০-র মধ্যে ৬৪০ নম্বর পেয়ে সর্বভারতীয় স্তরে ২৬০ তম স্থান অধিকার করেছে এই শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র সিনান হাম্মাম মিঞা। আল-আমীন মিশনের খলতপুর শাখার ছাত্র সে। কিন্তু মেডিক্যালের জন্য প্রস্তুতি নিয়েছিল উলুবেড়িয়া শাখা থেকে।

Advertisement

প্রসঙ্গত, গতবছর আল-আমীন মিশন থেকে মোট ১২১ জনের নাম ছিল ৫০ হাজারের মধ্যে। এবার সেই সংখ্যা চারশো ছাড়িয়ে গেছে। ছাত্র-ছাত্রীদের দুর্দান্ত এই সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি আক-আমীন মিশনের কর্ণধার নুরুল ইসলাম। তিনি বলেন, ‘ এই অভূতপুর্ব সাফল্যের জন্য ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানাচ্ছি। এতদিন ধরে তারা যে স্বপ্ন নিয়ে পড়াশুনা করছিল, আজ তা অনেকটাই পূরণ হল।’ সেই সঙ্গে আল-আমীন মিশনের শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘সফল ছাত্র-ছাত্রীদের সঙ্গেই ধন্যবাদ পাওয়ার যোগ্য শিক্ষকরাও। কারণ শিক্ষক ও ছাত্রদের যৌথ প্রয়াসেই এই ফল সম্ভব হয়েছে। সেই সঙ্গে তিনি সর্বশক্তিমান আল্লাহ তায়ালার কাছেও শুকরিয়া জ্ঞাপন করেন। পাশাপাশি যেই সব ছেলে মেয়েরা এবার সফল হতে পারল না, তাদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়েছেন নুরুল সাহেব। আগামীদিনের জন্য ভালো করে প্রস্তুতি নেওয়ার কথা বলেন তিনি।

এই সাফল্য সম্পর্কে এক শিক্ষক বলেন, ‘গত বছর নিটে তেমন একটা ভালো ফল করতে পারিনি আমরা। সেজন্য এবার প্রথম থেকেই পাখির চোখ করেছিলাম নিটকে। তার ফলও আমরা হাতে নাতে পেয়েছি। আগামী দিনে সাফল্যের এই রেকর্ড ছাপিয়ে নতুন রেকর্ড গড়াই তাঁদের মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।


শেয়ার করুন
  • 36
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three + 12 =