কলকাতা 

২০১৯-এ মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আনার সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের, কারণ কী!

শেয়ার করুন
  • 24
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধিঃ ২০১৮ সালের মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ করার আগেই আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আনার সিদ্ধান্ত রাজ্য শিক্ষা দপ্তর নিয়েছে বলে সংবাদ সংস্থা জনিয়েছে। ২০১৯-এ দেশ জুড়ে সাধারণ নির্বাচন হবে। লোকসভার মেয়াদ অনুসারে মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে। আর নির্বাচন বিধি এপ্রিল মাসেই সব রাজ্যে চালু হয়ে যাবে.তাই বির্তক এড়াতে মার্চের মধ্যে রাজ্যের দুটি বোর্ডের পরীক্ষা শেষ করতে নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর।

জানা গেছে শনিবার বিকাশ ভবনে মুখ্যমন্ত্রীর নির্দেশে এক বৈঠক হয়,সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ২০১৯-এর ফেব্রয়ারি মাসের মধ্যে মাধ্যমিক পরীক্ষা শেষ করে ফেলবে মধ্য শিক্ষা পর্ষদ। মার্চের মধ্যে উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদ সমস্ত পরীক্ষার কাজ শেষ করবে। উল্লেখ্য,এ বছর পঞ্চায়েত ভোটের কারণে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষা প্রায় এক মাস পিছিয়ে দেওয়া হয়েছিল। এর ফলে এবছর পরীক্ষার ফল প্রকাশ হতে অনেক দেরি হচ্ছে। আগামী ৬জুন মাধ্যমিক ও ৮ জুন উচ্চ-মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করা হবে। তার আগেই অবশ্য ২০১৯-এর মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের সাম্ভব্য পরীক্ষার তারিখ সম্পর্কে বিকাশ ভবন দুই বোর্ডকে জানিয়ে দিল। এর ফলে আগামী বছর নির্বারিত সময়ে বেশ কিছুদিন আগেই দুটি পরীক্ষা নেওয়া হবে।

Advertisement

শেয়ার করুন
  • 24
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

15 + two =