জেলা 

ভাঙড় আন্দোলনের নেতা অলীক চক্রবর্তীর ১০দিনের পুলিশ হেফাজত

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধিঃ ভাঙড় পাওয়ার গ্রীড আন্দোলনের মুখ এবং সিপিআইএমএল রেডস্টারের নেতা অলীক চক্রবর্তীকে আজ বারুইপুর আদালতে পুলিশ পেশ করে। সরকার পক্ষের আইনজীবী দাবি করেন রেডস্টারের এই নেতার বিরুদ্ধে ৬৭টি জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে।অতএব তাকে পুলিশ হেফাজতে পাঠানো হোক। সরকারি আইনজীবী সওয়ালের পর অলীক চক্রবর্তীর আইনজীবীরা জামিনের আবেদন জানালে আদালত তা খারিজ করে দেয়। এদিন বারুইপুর আদালত অলীক চক্রবর্তীকে ১০দিনের পুলিশ হেফাজেতের নির্দেশ দেয়। উল্লেখ্য,গত বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগণার জেলা পুলিশ অলীক চক্রবর্তীকে ভুবনেশ্বর থেকে গ্রেফতার করে। শুক্রবার ভুবনেশ্বর আদালত থেকে ট্রানজিট রিমান্ডে তাকে বারুইপুরে আনা হয়। আজ শনিবার বারুইপুর আদালতে তাকে তোলা হলে আদালত ১০দিনের পুলিশ হেফাজতে পাঠায়।

তবে এদিন আদালতে ঢোকার মুখে অলীক চক্রবর্তী সাংবাদিক বলেন,গ্রেফতার করে গণ-আন্দোলনকে দমন করা যাবে না। ভাঙড়ের আরও বেশি সংঘবদ্ধ আন্দোলনে ঝাপিয়ে পড়বে বলে অলীক দাবি করেন।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

4 × one =