জীবিকার খোঁজখবর 

আরপিএফে লোক নিচ্ছে রেল,অন-লাইন আবেদন করা যাবে ৩০শে জুন পর্যন্ত

শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদকঃ ভারতীয় রেল দপ্তর রেলওয়ে প্রোটেকশন ফোর্সে প্রায় দশ হাজার ক্যাডার নিয়োগ করতে চলেছে। ১লা জুন থেকে অন-লাইন আবেদন নেওয়া শুরু হয়েছে,চলবে ৩০ জুন পর্যন্ত। মোট খালি পদ ৯৭৩৯টি। এর মধ্যে ৮৬১৯ টি হল কনস্টেবল পদ এবং ১১২০টি পদ সাব-ইনস্পেকটর। কনষ্টেবল পদে মাধ্যমিক উত্তীর্ণদের বয়েস ১৮-২৫ মধ্যে হলে আবেদন করতে পারবে। সাব ইনস্পেকটর পদে যেকোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন হলে আবেদন করতে পারবে,তবে বয়েস হতে হবে ২০-২৫ মধ্যে। অন-লাইনে আবেদন করার পাশাপাশি জেনারেল ক্যাটাগরির আবেদনকারীদের ৫০০ টাকা পরীক্ষা ফি হিসেবে দিতে হবে, আর তপশিলি জাতি/ উপজাতি/সংখ্যালঘু সম্প্রদায়ের আবেদনকারীদের পরীক্ষা ফি বাবদ ২৫০ টাকা জমা দিতে হবে।

ছেলে-মেয়েরা সবাই আরপিএফের কনষ্টেবল পদের জন্য আবেদন করতে পারবে। ছেলেদের জন্য কনষ্টেবল পদের সংখ্যা৪৪০৩ আর মেয়েদের জন্য ৪২১৬ টি খালি পদ রয়েছে। অন্যদিকে  ছেলেদের জন্য সাব ইনস্পেকটর পদের সংখ্যা ৮১৯,মেয়েদের এস আই পদের সংখ্যা ৩০১টি। আবেদনকারীদের অন-লাইনে ২ জুলাইয়ের মধ্যে ফি জমা দিতে হবে। আর অফ-লাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ ৫ জুলাই ২০১৮। পরীক্ষা হবে চারটি ধাপে। আগামী সেপ্টেম্বর/অক্টোবর মাস নাগাদ পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। পরীক্ষা হবে হিন্দি ও ইংরেজি প্রশ্নপত্রে।

Advertisement

শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eight − 2 =