কলকাতা 

লক্ষ্য বদলাচ্ছে বিজেপি, বাংলায় টার্গেট এবার মুসলিম ভোট,অমিতের সম্মতিতে মাঠে মুকুল

শেয়ার করুন
  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বুলবুল চৌধুরিঃ বাংলায় আর নিখাদ হিন্দুত্বের প্রচারে আর ভোট পাওয়া যাবে না হাড়ে হাড়ে বুঝছে বিজেপি। তাই হিন্দুত্বকে ছেড়ে সম্প্রীতির ভাবনা নিয়ে বিজেপি হাজির হতে চলেছে মুসলিম মহল্লায়। সামনে ২০১৯ । দেশজুড়ে জোরদার লড়াই। বিজেপি বনাম ধর্মনিরপেক্ষ দলগুলির মধ্যে। অমিত শাহর মূল টার্গেট কেন্দ্রে ক্ষমতাকে ধরে রাখা সেই লক্ষেই এবার বাংলায় গতিবিধি বাড়াচ্ছে বিজেপি। ইতিমধ্যে দলিত-আদিবাসীদেরকে অনেকটাই কাছে টানতে পেরেছে বিজেপি। পঞ্চায়েত ভোটে এর সুফলও মিলেছে। কিন্ত মহেশতলা বিধানসভার উপনির্বাচন প্রমাণ করেছে শুধু হিন্দুত্ব দিয়ে এরাজ্যে রাজনৈতিকভাবে সফল হওয়া যাবে না। তাই এবার সরাসরি মুসলিম ভোটের সন্ধানে বিজেপি। কিন্ত এরাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মুসলিমদের কাছে নিজের বিশ্বাসযোগ্যতা অর্জন করেছেন তেমন বিশ্বাসযোগ্য নেতা বিজেপিতে নেই। তাই মমতার এক সময়কার ঘনিষ্ঠ মুকুল রায়কেই মুসলিমদের কাছে বিজেপির মুখ হিসেবে তুলে ধরতে চলেছেন বিজেপি নেতৃত্ব। জানা গেছে.বিজেপি সভাপতি অমিত শাহর সম্মতি পেয়ে সংখ্যালঘু নেতাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছেন মুকুল রায়।

তৃণমূল দলের অন্দরে এমন কিছু মুসলিম নেতা আছেন যাঁরা এক সময় মুকুলের খুব কাছের লোক হিসেবে পরিচিত ছিলেন। তাদের মধ্যে কয়েক জন এখনও মুকুল রায়ের সঙ্গে গোপনে যোগাযোগ রেখেছেন। এছাড়াও রাজ্যের বেশ কয়েক জন সংখ্য্যালঘু নেতার সঙ্গে বিজেপির  নেতাদের বৈঠক হয়েছে বলে জানা গেছে। রাজ্যের সব কটি জেলার জনসংযোগ আছে এমন মুসলিম নেতাদের সঙ্গে বিজেপি নেতা মুকুল রায় ও তাঁর প্রতিনিধি গোপনে যোগাযোগ রাখছেন বলে বিশেষ সূত্রে জানা গেছে। অমিত শাহর জুনে রাজ্য সফরে আসার কথা। সেই সময় কয়েকজন মুসলিম নেতাকে বিজেপি আনতে পারেন মুকুল রায় বলে শোনা যাচ্ছে।

Advertisement

শেয়ার করুন
  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two + ten =