কলকাতা 

শারীরিক সুস্থতার দিকে লক্ষ্য করে নয়, রোযা রাখতে হবে আল্লাহর প্রতি ভীতি রেখেই এসআইও’র আলোচনায় মত বিশিষ্টদের

শেয়ার করুন
  • 22
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ শুধুমাত্র শরীরের দিকে নজর রেখে রোযা রাখলে তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবেনা। রোযা রাখতে হবে আল্লাহর প্রতি ভয় ও ভীতি বহাল রেখে। তবেই সেই রোযা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। ছাত্র সংগঠন স্টুডেন্টস ইসলামিক অরগানাইজেশন’র (এসআইও) উদ্যোগে পার্কসার্কাসের একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত ‘রমযান মাস আত্মদর্শন, আত্মোপলব্ধি ও আত্মত্যাগ’ শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মজলিশে এই মত প্রকাশ করেন উপস্থিত বিশিষ্টরা।

দেশের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা নিয়ে এদিন উদ্বেগপ্রকাশ করেন আলোচনাচক্রে উপস্থিত ব্যক্তিরা। এই প্রসঙ্গে ড. মসিউর রহমান বলেন, প্রত্যেক মোমিনের কর্তব্য রমযান মাসে বেশি বেশি করে পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত করা। সেইসঙ্গে অমুসলিম ভাইদেরকেও কুুুুরআন শরীফের বার্তা পৌঁছে দিতে হবে। তবেই সম্প্রীতি বজায় থাকবে। আমানত ফাউন্ডেশনের কর্ণধার মুহাম্মদ শাহ আলম  বলেন, পবিত্র কুরআন শরীফ আমাদের যে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষাকে সমাজজীবনেও বাস্তবায়িত করতে হবে। তবেই সুষ্ঠুুুুভাবে জীবনযাপন করতে পারব আমরা। সংগঠনের রাজ্য সভাপতি ওসমান গণি বলেন, রমযান মাসে নিজেদেরকে পরিশুদ্ধি করার সুুযোগ থাকে। সেই সুযোগকে কাজে লাগাতে হবে। তিনি আরও বলেন, আল্লাহপাক ওয়াদা করেছেন, পবিত্র রমযান মাসে কোনও ভালো কাজ করলে অন্য সময়ের তুলনায় সত্তরগুণ বেশি সওয়াব পাওয়া যাবে। যাতে আমরা কেউই এই সুযোগ থেকে বঞ্চিত না হই, সেদিকে খেয়াল রাখতে হবে। এদিনে আলোচনাসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংসদ ইদ্রিশ আলি, এসআইও’র রাজ্য সাধারণ সম্পাদক  ইমাম হোসেন, জামায়াতে ইসলামি হিন্দের রাজ্য সভাপতি মুহাম্মদ নূরউদ্দিন, বন্দীমুক্তি কমিটির নেতা ছোটন দাস, আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আয়তুল্লা ফারুক, বিশিষ্ট সাংবাদিক ও মাসিক যুব প্রত্যাশা পত্রিকার সম্পাদক আব্দুল হামিদ, এসআইও’র রাজ্য সাধারণ সম্পাদকের অধীনস্থ জনসংযোগ আধিকারিক সুজাউদ্দিন আহমেদ, তথ্যচিত্র নির্মাতা মুজিবর রহমান প্রমুখ।

Advertisement

 

 


শেয়ার করুন
  • 22
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 − 2 =