জেলা 

আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে ছুঁড়ে ফেলবে মানুষ,রাজ্যে ৪২ টি আসনের সবকটিই পাবে তৃনমূল কংগ্রেসঃ জ্যোতিপ্রিয়

শেয়ার করুন
  • 26
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ নিত্যপ্রয়োজনীয় জিনিস সহ পেট্রোল-ডিজেলের দাম কেন্দ্র সরকার যেভাবে বাড়াচ্ছে তাতে বাজারে গিয়েই নাভিশ্বাস অবস্থা হয়ে উঠছে মধ্যবিত্ত থেকে শুরু করে আমজনতার। নরেন্দ্র মোদির এই ধরনের জনবিরোধী নীতি মানুষ আর মেনে নেবে না। আগামী লোকসভা নির্বাচনেই মোদির সরকারকে ছুঁড়ে ফেলবে জনগণ। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নের উপর ভর করেই রাজ্যের ৪২ টি আসনের প্রত্যেকটিতে রেকর্ড মার্জিনের ব্যবধানে হবেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। পেট্রোল ও ডিজেলের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে উত্তর ২৪ পরগনা জেলা যুব তৃণমূল কংগ্রেসের ডাকে বারাসাত জেলা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভে অংশগ্রহণ করে একথা বলেন, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

এছাড়া গতকাল পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৫৯ ও ৫৬ পয়সা কমিয়ে যেভাবে ফের বাড়িয়ে দেওয়া হয়েছে, তারও কড়া সমালোচনা করেন জ্যোতিপ্রিয়। তিনি বলেন, ‘পেট্রিলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্রপ্রধান যেভাবে পেট্রোলিয়ামের দাম কমিয়েও বাড়িয়ে দিয়েছেন, তাতে মনে হয়েছে উনি ভালো জোকস করতে পারেন।’ রাজ্যের সমস্ত শ্রেণীর মানুষকে কেন্দ্রের এই ধরনের জনবিরোধী নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

Advertisement

এদিনের অবস্থান বিক্ষোভে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, ইদ্রিশ আলি, সৌগত রায়, জেলার তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি পার্থ ভৌমিক, জেলা পর্যবেক্ষক নান্টু ঘোষ, দেগঙ্গার জেলা পরিষদ সদস্য পীরজাদা একেএম ফারহাদ সহ কয়েক শো দলীয় কর্মী ও সমর্থক।


শেয়ার করুন
  • 26
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

13 + 13 =