কলকাতা 

মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ ৬ জুন

শেয়ার করুন
  • 23
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ টালবাহানার পর অবশেষে ঘোষিত হল মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন। এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষিত হবে ৬ জুন বুধবার। আজ সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।

ওই দিন সকাল ৯ টায় পর্ষদ সভাপতি মধ্যশিক্ষা পর্ষদভবনে সাংবাদিক সম্মেলন করে ফল ঘোষণা করবেন। এর পর থেকেই ছাত্রছাত্রীরা www.wbbse.org ও www.wbresultsnic.in এই ওয়েবসাইটগুলি থেকে ফল জানতে পারবে। এছাড়া এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।wb( space) রোল নম্বর লিখে পাঠিয়ে দিতে হবে, ৫৪২৪২, ৫৬২৬৩ ও ৫৮৮৮ এই নম্বরে।  এদিনই মধ্যশিক্ষা পর্ষদের বিভিন্ন বিতরণ কেন্দ্র থেকে সংশাপত্র পাবেন স্কুলের শিক্ষকরা। এর পরেই স্কুল থেকে সংশাপত্র পাবে পরীক্ষার্থীরা।

Advertisement

প্রসঙ্গত, এবছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল১২ মার্চ। ২১ মার্চ শেষ হয়েছিল। প্রায় আড়াই মাস পরে ঘোষিত হচ্ছে মাধ্যমিকের ফল।


শেয়ার করুন
  • 23
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fourteen + two =