জেলা 

মহালয়া শুরু হল, দশমী হবে দিল্লিতে, মহেশতলায় রেকর্ড ভোটে জয়ের পর বললেন অভিষেক

শেয়ার করুন
  • 68
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ বিরোধীরা যাই মন্তব্য করুক না কেন, মা-মাটি-মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর রাজ্যের মানুষের আস্থা যে এখনও অটুট, মহেশতলা বিধানসভা নির্বাচনের ফলে আবারও তা প্রমাণিত হল। গতবারের তুলনায় এবার 5 গুণেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দুলাল দাস। সবকটি রাউন্ড গণনা শেষে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিজেপির সুজিত ঘোষকে ৬২,৮৯৬ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। অন্যদিকে কংগ্রেসের সঙ্গে জোট করেও শেষ রক্ষা হলোনা বামেদের।  বিজেপির চেয়েও অনেক কম ভোট পেয়ে তৃতীয় স্থানেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। তৃণমূল কংগ্রেস প্রার্থী দুলাল দাস পেয়েছেন ১ লক্ষ ৪ হাজার ৮১৮ টি ভোট। বিজেপি প্রার্থী পেয়েছেন ৪১,৯৯৩ টি ও বাম প্রার্থী প্রভাত চৌধুরী পেয়েছেন ৩০,৩১৬ টি ভোট।

জয়ের গন্ধ পেয়েই গণনা কেন্দ্রে যান এলাকার সাংসদ তথা যুব তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির কড়া ভাষায় সমালোচনা করেন। বলেন, আজ দেশের দশটি বিধানসভা ও চারটি লোকসভা কেন্দ্রে উপনির্বাচন ছিল। এগুলির মধ্যে অধিকাংশ ক্ষেত্রে বিজেপি পরাজিত হয়েছে। এমনকি বিহারে অনেক অর্থ ও পেশী ব্যবহার করেও বিজেপির জোট শরীকের প্রধান কান্ডারি নীতিশ কুমারের জেডিই লালুর আরজেডির কাছে পরাজিত হয়েছে। আর পশ্চিমবঙ্গে এই জয়ে স্পষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলার মানুষ ছিল, আছে, থাকবে। সেই সঙ্গে তাঁর সংযোজন আজ থেকেই মহালয়া শুরু হল। দশমী হবে লোকসভা নির্বাচনে। বিদায় ঘন্টা বাজবে বিজেপির।

Advertisement

শেয়ার করুন
  • 68
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one × 3 =