‘তামাশা করছেন’ ১ পয়সা জ্বালানি কমা নিয়ে নমোকে তোপ রাহুলের

শেয়ার করুন
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ টানা ১৬ দিন পর শেষপর্যন্ত আজ পেট্রোল-ডিজেলের দাম কমেছে। তবে তা মাত্র ১ পয়সা করে। প্রথমে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৫৯ ও ৫৬ পয়সা করে কমেছে বলে বলা হলেও পরে দেশের সংস্থা ইন্ডিয়ান ওয়েলের তরফে জানানো হয়, ওয়েবসাইটে টাইপ ভুল হয়েছে। এর পরেই ইন্ডিয়ান ওয়েলের তরফে ওয়েবসাইট সংশোধন করে জানানো হয়, পেট্রোল ও ডিজেলের দাম কমেছে ১ পয়সা করে। এর পরেই বিরোধীদের রোষের মুখে পড়ে কেন্দ্র সরকার। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে বলেন, ‘এক পয়সা দাম কমিয়েছেন আপনি? মাত্র এক পয়সা! এটা যদি আপনার তামাশা হয়, তা খুবই নিম্নরুচি সম্পন্ন। এর পরেই    ‘ফুয়েল চ্যালেঞ্জিং’ নিয়েও কটাক্ষ করেন কংগ্রেস সভাপতি।

Rahul Gandhi

@RahulGandhi

Dear PM,

You’ve cut the price of Petrol and Diesel today by 1 paisa. ONE paisa!??

If this is your idea of a prank, it’s childish and in poor taste.

P.S. A ONE paisa cut is not a suitable response to the I threw you last week. https://twitter.com/ndtvvideos/status/1001735184981475334 

Advertisement

উল্লেখ্য, টানা ১৬ দিনে পেট্রোলও ডিজেলের দাম বাড়ার ফলে প্রায় ৪ টাকা করে দাম বেড়েছিল পেট্রোপন্যের। ১ পয়সা করে দাম কমায় মহানগরে পেট্রোলের দাম হয়েছে, লিটার পিছু ৮১.০৫ টাকা। অন্যদিকে ডিজেলের দাম হয়েছে ৭১.৮৬ টাকা করে লিটার।


শেয়ার করুন
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

seventeen + twenty =