কলকাতা 

টাইপে ভুল হয়ে গিয়েছিল তাই কমেও ফের বাড়ল পেট্রোপণ্যের দাম

শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ সস্তা হয়েও হল না পেট্রোল-ডিজেল।  সকাল থেকে বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে খবর পরিবেশিত হয়, পেট্রোল-ডিজেলের দাম কমেছে প্রায় ৬০ পয়সা করে। বেলা বাড়তেই জানা যায় এই তথ্য সঠিক নয়। জানা যায় ৬০ পয়সা নয়, পেট্রোপণ্যের দাম কমেছে মাত্র ১ পয়সা করে।

ইন্ডিয়ান ওয়েলের ওয়েবসাইটকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ায়। এদিন রাষ্ট্রায়াত্ত এই তেল সংস্থার ওয়েবসাইটে পেট্রোল-ডিজেলের দাম ভুল দেওয়া হয়েছিল। সেই ভুল অনুযায়ী, কলকাতায় লিটার প্রতি পেট্রোল, ডিজেলের দাম কমেছিল যথাক্রমে ৫৯ পয়সা এবং ৫৬ পয়সা করে। বেলা বাড়তেই এই ভুল সংশোধন করে নেওয়া হয় ইন্ডিয়ান অয়েলের তরফে। তখনই জানা যায়, আসলে প্রতি লিটারে পেট্রোল, ডিজেলের দাম কমেছে মাত্র এক পয়সা করে। নতুন ঘোষণা অনুযায়ী, কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ৮১ টাকা ০৫ পয়সা। অন্যদিকে ডিজেলের দাম প্রতি লিটারে ৭১ টাকা ৮৫ পয়সা। দেশের অন্যান্য মেট্রো শহরগুলিতেও একই হারে দাম কমেছে।

Advertisement

শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five × 1 =