কলকাতা 

মাদ্রাসা বোর্ডের ফলপ্রকাশ ১ জুন

শেয়ার করুন
  • 31
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী পয়লা জুন, শুক্রবার। ‘বাংলার জনরব’ কে সোমবার একথা জানিয়েছেন, পর্ষদের সভাপতি ডঃ আবু তাহের কামরুদ্দিন।  এবার পরীক্ষা শেষ হওয়ার ৬৫ দিনের মাথায় মাদ্রাসার ফল প্রকাশিত হচ্ছে। পর্ষদ সভাপতি জানান, ওইদিন সকাল ১১ টায় পর্ষদভবনে সাংবাদিক সম্মেলন করে ফল ঘোষণা করা হবে। এর পর থেকে পরীক্ষার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে পারবে। তবে কোন ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাবে সে বিষয়ে এখনই কিছু জানাননি তিনি।

প্রসঙ্গত, এবছর  রাজ্যের মাদ্রাসাগুলিতে পরীক্ষা শুরু হয়েছিল ১২ মার্চ। শেষ হয়েছিল ২৪ মার্চ। পরীক্ষায় বসেছিল প্রায় ৭০ হাজার ছাত্রছাত্রী। কোন ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা ফল জানতে পারবে, ওইদিন ফল ঘোষণার পরই জানানো হবে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি।

Advertisement

শেয়ার করুন
  • 31
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

20 − six =