দেশ 

আগামী লোকসভা নির্বাচনে দেশে সরকার গড়তে নির্ণায়ক ভূমিকা নেবে আঞ্চলিক দলগুলিঃ চন্দ্রবাবু নায়ডু

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব নিউজ ডেস্কঃ আগামী বছর দেশে সরকার গড়ার ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা পালন করবে আঞ্চলিক দলগুলি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই এই মন্তব্য করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। রবিবার দেশম পার্টির বার্ষিক আলোচনা সভায়  তিনি বলেন, সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে আটকাতে হলে সব আঞ্চলিক দলগুলিকে এক হতে হবে। তাহলেই ২০১৯ এর লোকসভা নির্বাচনে পতন ঘটবে বিজেপির। সেক্ষেত্রে অবশ্যই সরকার গড়ার ক্ষেত্রে আঞ্চলিক দলগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
 সেইসঙ্গে প্রধানমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন। টিডিপি অতিতেও দেশে সরকার গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এবারও নিয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী প্রতিশ্রতি রক্ষা করেননি। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তাঁর হুশিয়ারি বার্তা টিডিপি যেমন দেশে সরকার গড়তে সাহায্যও করতে পারে, আবার দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনও করতে পারে। তাই সাবধান থাকতে হবে প্রধানমন্ত্রীকে।

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 × 4 =