ব্যাঙ্ক ধর্মঘটের কারণে সরকারি কর্মীদের আগেই বেতন দিতে নির্দেশ,চরম ভোগান্তিতে পড়বে সাধারণ মানুষ
নিজস্ব প্রতিনিধিঃ বেতন বাড়ানোর দাবিতে দেশের সব ব্যাঙ্ক কর্মচারি ইউনিয়নের যৌথ ফোরামের ডাকে ৩০ ও ৩১মে সমগ্র দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট হবে । এই পরিস্থিতি কেন্দ্র সরকারি কর্মচারিদের বেতন দুদিন আগেই হয়ে গেলেও রাজ্য সরকারের কর্মচারি ও বেসরকারি সেক্টরে কর্মরতদের বেতন এবার দেরিতে হবে বলে জানা গেছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এক সার্কুলার জারি করে তাদের কর্মচারিদের দুদিন আগেই বেতন দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এমনি রেল দপ্তরের কর্মচারিদেরও ২৯মে বেতন হয়ে যাওয়ার কথা।
এই পরিস্থিতি ব্যাঙ্ক ধর্মঘটের কারণে চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়তে চলেছে সাধারণ মানুষ। জানা গেছে,ব্যাঙ্ক ধর্মঘটের ফলে এটিএমগুলিও বন্ধ থাকবে। আর এই সময় মুসলিমদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস রমযান মাস চলছে,এই পরিস্থিতি এটিএম বন্ধ থাকলে নগদ টাকার অভাব যে তীব্র হবে তা বলাই বাহুল্য মাত্র।
Advertisement
