মেয়ে ধরিয়ে দিল কামুক বাবাকে ; ধর্ষণের হাত থেকে রক্ষা করল চার বছরের শিশুকে
বাংলার জনরব ডেস্ক : বাবার লালসা থেকে চার বছরে শিশু কন্যাকে রক্ষা করল মেয়ে । এই ঘটনাটি ঘটেছে ঝাড়খন্ডের জামশেদপুরের বিরসা বস্তিতে । মেয়ের প্রচেষ্টায় কামুক বাবাকে গ্রেফতার করেছে পুলিশ । আর ১৫ বছরের এই কিশোরে তৎপরতায় রক্ষা পেয়েছে চার বছরে শিশু কন্যাটি । সংবাদে প্রকাশ ,শনিবার দুপুরের সুরেশ বঢরা নামে এক ব্যক্তি তারই নিকট আত্মীয়ার সন্তানকে ধর্ষণের চেষ্টা করছিল বলে অভিযোগ। সেই অবস্থায় তার মেয়ে দেখে ফেলে। একটুও সময় নষ্ট না করে সে তার বাবার উপর ঝাঁপিয়ে পড়ে মারতে শুরু করে। শিশুটিকে উদ্ধারও করে সে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়, চিৎকার করে প্রতিবেশীদের জোগাড় করে। তখনই খবর দেওয়া হয় সোনারি থানায় ও স্থানীয় অঙ্গনবাড়ি কর্মীদের। শিশুটিকে স্থানীয় একটি হোমে পাঠানো হয়।
সোনারি থানার পুলিশকর্তা নরেশ সিংহ সংবাদ সংস্থাকে বলেন, ‘‘আমরা সুরেশ বঢরার বিরুদ্ধে ওই শিশুর মামী ও সিংভূম চাইল্ড ওয়েলফেয়ার কমিটির অভিযোগের ভিত্তিতে পকসো আইনে মামলা রুজু করেছি। তার বিরুদ্ধে ৩৭৬ ধারার ৪ ও ৬ নম্বর উপধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। শিশুটির সমস্ত ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।’’
সিংভূম চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্য অলোক ভাস্কর জানাচ্ছেন, শিশুটির জন্যে তারা লড়বেন। সোমবার পর্যন্ত আদালত বন্ধ। মঙ্গলবারই শিশুটির বয়ান রেকর্ড করা হবে অপরাধমূলক দণ্ডবিধির ১৬৪ নম্বর ধারা মেনে। নির্যাতিতা শিশুটির বাড়ি ঝাড়খণ্ডের চাইবাসায়। শিশুটি বাবা মায়ের সঙ্গে মামাবাড়ি বেড়াতে গিয়েছিল। অভিযোগ মত্ত সুরেশ শিশুটিকে চকোলেটের লোভ দেখিয়ে ডেকে নিয়ে যায়।