জেলা 

তৃণমূল কাউন্সিলারের নিকট আত্মীয়কে চাকরি দেওয়ার নাম করে কাটমানি নেওয়ার অভিযোগে জুতোর মালা পরিয়ে ঘোরাল প্রতারিতরা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : পূর্ব মেদিনীপুরের অধিকারী সাম্রাজ্যের কাঁথিতে এবার এক তৃণমূল কাউন্সিলারের নিকট আত্মীয়কে চাকরি দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল । শুধু অভিযোগ নয় কাঞ্চন গিরি নামে ওই অভিযুক্ত ব্যক্তিকে প্রতারিতরা ধরে জুতো মালা পরিয়ে এলাকায় ঘোরালেন । তার বিরুদ্ধে অভিযোগ দিনের পর দিন চাকরি দেওয়ার নাম করে বহু মানুষের কাছ থেকে কাটমানি নিয়েছেন কাঁথি পুরসভার তৃণমূল কাউন্সিলর অতনু গিরির জ্যাঠতুতো ভাই কাঞ্চন গিরি।

শনিবার বিকেলে এই অভিযোগে প্রতারক কাঞ্চন গিরিকে গনপিটুনি দিয়ে জুতোর মালা গলায় পরিয়ে বেশ কিছুটা পথ ঘোরালো প্রতারিতরা। এরপর অকপট ক‍্যামেরার সামনে নিজের প্রতারণার কথা স্বীকার করে নেন ওই প্রতারক। আর ওই ভিডিও স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে গোটা এলাকায়।

Advertisement

কিন্তু এতদিন ধরে তাকে কটমানি দেওয়ার পরও হাতে চাকরির নিয়োগপত্র পাননি কেউই। যার ফলে কয়েকবার টাকা ফেরতের জন্য তাগাদা দেন মারিষদার বেশ কয়েকজন প্রতারিত ব‍্যাক্তিরা। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। এরপর শনিবার তারা ফের তাগাদার জন্য আসে। কিন্তু টাকা না পাওয়ায় এমন পরিস্থিতিতে ওই প্রতারককে ঠিক মতো বাগে পেয়ে গনপিটুনি দিতে শুরু করে প্রতারিতরা।

এরপর তাকে আস্ত জুতোর মালা পরিয়ে বেশকিছুটা পথ ঘোরান তারা। এমনকি মোবাইল ক‍্যামেরার ভিডিওগ্রাফির সামনে জুতোর মালা পরে করজোড়ে টাকা নিয়ে প্রতারণার কথা স্বীকার করে নেন ওই ব‍্যাক্তি। যে ভিডিও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। শোরগোল পড়ে যায় এলাকার রাজনৈতিক মহলেও।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

4 × five =