কলকাতা 

আর্থিক উন্নতিতে দেশের মধ্যে প্রথম মমতার বাংলা ; কেন্দ্র শুধু রাজনীতি করে , উন্নয়ন করে না প্রতিক্রিয়া মমতার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দেশ যখন জিডিপি বৃদ্ধিতে ক্রমাগত পিছনের সারিতে চলে যাচ্ছে ঠিক তখনই সার্বিক বৃদ্ধির হারে দেশের মধ্যে পশ্চিমবঙ্গ প্রথম স্থান দখল করেছে । একথা তৃণমূল নেত্রী বা ওই দলের কোনো নেতা বলছেন না । বলছেন খোদ ভারত সরকারের অর্থ দফতর । তাদের দেওয়া তথ্য অনুসারে ,২০১৮-১৯ আর্থিক বছরে রাজ্যের বৃদ্ধির হার ১২.৫৮ শতাংশ। যা দেশের মধ্যে সব থেকে বেশি। অর্থাৎ মমতা বাংলায় পথ দেখাচ্ছে ভারতকে ।

বাংলা প্রথম স্থানে আর্থিক উন্নতি ভারত সরকারের এই তথ্যে উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি সোস্যাল মিডিয়ায় বলেছেন ,দেশে মন্দার বাজার চলছে। কেন্দ্রের নীতির কারণেই তা হয়েছে বলেও উল্লেখ করেছেন। বলেছেন এই সময়ে দেশে বেকারত্বের হার ৪৫ বছরে সর্বোচ্চ। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ২০১৮-১৯ আর্থিক বছরের চতুর্থ ভাগে জিডিপি বৃদ্ধি নেমে গিয়ে ৫.৮ শতাংশ হয়েছে।

Advertisement

ফের স্বীকৃতি বাংলার। দেশের প্রথম স্থানে পশ্চিমবঙ্গে। তাই শুভেচ্ছাবার্তা পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রতিকূলতার মধ্যেও রাজ্যের অগ্রগতিতে খুশি তিনি। বৃদ্ধির নিরিখে পশ্চিমবঙ্গের স্থান প্রথম। অর্থাৎ সার্বিক বৃদ্ধিতে দেশের মধ্যে এক নম্বরে বাংলা। আর এই বিষয়টি তিনি রবিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সবাইকে আন্তরিক ধন্যবাদও জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেছেন কেন্দ্রের বিলগ্নিকরণে পদক্ষেপের ফলে অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ড, বিএসএনএল, চিত্তরঞ্জন লোকোমোটিভের বিক্রি করা হয়েছে ।মন্দার কারণে দেশের অটোমোবাইল শিল্পে যে ৩ লক্ষ চাকরি ছাঁটাই হতে চলেছে, সেই প্রসঙ্গও টেনে এনেছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের অ্যাজেন্ডার তালিকায় এখন শুধুই রাজনীতি রয়েছে বলেও অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী।

সকলের জন্য শৌচাগার সকলের জন্য শৌচাগার মিশন নির্মল বাংলা কর্মসূচির অধীনে রাজ্যের ১.৩৫ কোটি পরিবারকে শৌচাগার তৈরি করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার রাজ্যের এই সাফল্যকে মেনে নিয়েছেন বলেও জানান মমতা। ক্ষমতায় এসে সব পরিবারের জন্য শৌচাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছিলেন তিনি। সেই টার্গেট সফল হওয়ায় খুশি মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় তিনি রাজ্যবাসীকে এর জন্য অভিনন্দনও জানিয়েছেন।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three × 3 =