কলকাতা 

পুজো কমিটিগুলিকে আয়কর নোটিশ দেওয়ার বিরুদ্ধে ১৩ আগষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ধর্নায় বসবে বঙ্গজননী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বিজেপি যদি বুনো ওল হয় . তাহলে মমতা বাঘা তেঁতুল । সেটা বোঝা গেল দূর্গাপুজোকে ঘিরে আয়কর দফতরের তৎপরতার বিরুদ্ধে মমতার ধর্নায় বসার সিদ্ধান্তে । আগামী মঙ্গলবার বঙ্গজননী কমিটি ধর্নায় বসছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

কলকাতা কয়েকটি নামী পুজো কমিটিগুলিকে আয়কর নোটিস ধরানোর ঘটনাকে কতটা উদ্বেগের সঙ্গে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা টুইটেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তিনি। এক বার নয়, বিষয়টি নিয়ে দু’বার টুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম বার বেলা ২টো ২৩ মিনিট নাগাদ ইংরেজিতে টুইট করেছেন। তার পরে ৩টে ১ মিনিটে আবার টুইট করেছেন বাংলায়।

মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লিখেছেন, ‘আয়কর দফতর অনেক দুর্গাপুজো কমিটিকে কর দেওয়ার জন্য নোটিস পাঠিয়েছে। আমরা আমাদের সব জাতীয় উৎসবকে নিয়ে গর্বিত। উৎসব সকলের। কোনও পুজোতে ট্যাক্স বসানো হোক, আমরা চাই না। এটা সংগঠকদের ওপর একটি বাড়তি বোঝা হবে।’ এ রাজ্যের সরকার কী ভাবে গঙ্গাসাগর মেলার উপর থেকে কর প্রত্যাহার করে নিয়েছে, সে কথা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি— দুর্গাপুজো ও কমিটিগুলোর উপর কোনও রকম ট্যাক্স বসানো চলবে না।
পুজো কমিটিগুলোর কাছে কর চেয়ে আয়কর দফতরের পাঠানো নোটিসের বিরোধিতা করেই থামেননি মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারেই জানিয়ে দিয়েছেন যে, এই পদক্ষেপের বিরুদ্ধে তৃণমূলের বঙ্গজননী শাখা ধর্নায় বসবে। ১৩ অগস্ট রাজা সুবোধ মল্লিক স্কোয়্যারে এই ধর্না হবে বলে তিনি জানিয়েছেন। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বঙ্গজননী শাখা ধর্না দেবে বলে ঘোষণা করেছেন তৃণমূল চেয়ারপার্সন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তে বিজেপির হিন্দুত্ব যে খানিকটা ভোঁতা হয়ে যাবে না তা নিয়ে কোনো সন্দেহ নেই । পুজো কমিটিগুলির পাশে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস আবার রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে ।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment