দেশ 

ঈদ-উল-আযহার আগেই কাশ্মীরে শান্তি ফেরাতে মরিয়া দোভাল ; খোলামেলা ভাবে মিশছেন কাশ্মীরিদের সঙ্গে ; জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ভূমিকা দেশজুড়ে প্রশংসিত

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করার পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল শান্তি ফেরানোর লক্ষ্যে চেষ্টা করে যাচ্ছে । এমনকি তিনি সাধারন মানুষের মত রাস্তায় রাস্তায় ঘুরছেন । কথা বলছেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে । প্রাক্তন দুঁদে আইপিএস অজিত দোভাল যোগ্যতার সঙ্গে চেষ্টা করে যাচ্ছেন বর্তমান পরিস্থিতিতে কাশ্মীর যাতে শান্তি থাকে । মূলত তাঁরই প্রচেষ্টায় শনিবার থেকে জম্মুতে ১৪৪ ধারা তুলে নেওয়া হয়েছে । ঈদের আগে সমগ্র কাশ্মীরে ১৪৪ ধারা তুলে নেওয়া হতে পারে ।

সেই লক্ষ্যেই কাশ্মীরের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ঘুরে বেড়াচ্ছেন অজিত দোভাল । যেন মনে হচ্ছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী গুরু দায়িত্ব তিনিই পালন করে চলেছেন । গতকাল দোভাল গিয়েছিলেন শোপিয়ানে আজ শনিবার গেলেন অনন্তনাগে ।

Advertisement

ডোভাল এদিন সকালেই দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে পৌঁছন। কথাবার্তা বলেন স্থানীয় মানুষের সঙ্গে। গবাদি পশুর হাল হকিকত জানতে চান স্থানীয় পশুপালকদের কাছ থেকে। স্থানীয় মানুষের মধ্যে তিনি এমন ভাবে মিশে যান যে কেউ বুঝতেও পারেনি তার আসল পরিচয়। এরপর ওই অঞ্চলের ইদগাহও ঘুরে দেখেন ডোভাল।

৩৭০ অনুচ্ছেদ বিলোপের সিদ্ধান্ত প্রণয়নের সময় থেকেই উপত্যকায় ঘাঁটি গেড়েছেন নিরাপত্তা উপদেষ্টা। মঙ্গলবার তিনি শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে দেখা করেন। উপত্যকায় শান্তি বজায় রাখার জন্য সেনা জওয়ানদের তৎপরতার প্রশংসা করেন তিনি। সংবাদসংস্থা প্রেরিত অন্য একটি ভিডিওতে দেখা যায়, শোপিয়ানের মানুষের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এদিন তারই পুনরাবৃত্তি লক্ষ্য করা গেল।

সোমবার ঈদ –উল-আযহা । আর এই সময়ে উপত্যকায় সামগ্রিক শান্তি বজায় রাখা আর ধর্মীয় ভাবাবেগে যাতে কোনোভাবে আঘাত না পড়ে তা দেখা  কেন্দ্রের কাছে বড় চ্যালেঞ্জ। পাশাপাশি কাশ্মীরের পরিস্থিতি সম্পর্কে সমগ্র বিশ্বের কাছে ভাল বার্তা দিতে ডোভালের এই পরিদর্শন বলে পর্যবেক্ষক মহল মনে করছেন ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 + 16 =