উন্নাওয়ের নির্যাতিতার শারীরিক অবস্থা সংকটজনক; নিয়ে আসা হল দিল্লির এইমসে ; প্রধান অভিযুক্ত বিজেপি বিধায়ক সহ একাধিক অভিযুক্তের বিরুদ্ধে দিল্লি আদালতে চার্জশিট পেশ সিবিআইয়ের
বাংলার জনরব ডেস্ক : উত্তরপ্রদেশের উন্নাওয়ের নির্যাতিতার শারীরিক অবস্থা খুবই সংকটজনক । তাঁকে আশংকাজনক অবস্থায় দিল্লির এইমসে ভর্তি করা হয়েছে । কিন্ত এখনও পর্যন্ত তাঁর রক্তের সংক্রমণ সারেনি । ফলে তাঁর শারীরিক অবস্থা সংকটজনক ।
এদিকে এই মামলায় মূল অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেনগার ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণ, পকসো আইন, অপহরণ, অপরাধমূলক ষড়যন্ত্র ও অস্ত্র আইন লঙ্ঘন সহ একাধিক চার্জ গঠন করল দিল্লি আদালত।
উল্লেখ্য ,সুপ্রিম কোর্টের নির্দেশে ধর্ষণ ও দুর্ঘটনা করিয়ে উন্নাও ধর্ষণ কাণ্ডের নিগৃহীতাকে সপরিবারে হত্যার চেষ্টার পাঁচটি মামলাই উত্তরপ্রদেশ থেকে দিল্লি আদালতে স্থানান্তরিত করা হয়েছে।
শুক্রবার সেই মামলাগুলির শুনানি হয়। আর সেখানেই মামলার মূল অভিযুক্ত প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেনগার ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণ, পকসো আইন, অপহরণ সহ একাধিক অভিযোগের ভিত্তিতে চার্জ গঠন করেন বিচারক ধর্মেশ শর্মার বেঞ্চ। বৃহস্পতিবার আদালাতে চার্জশিট দাখিল করেছিল সিবিআই। তাতে সেনগার ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে নিগৃহীতার বাবাকে মারধর করার অভিযোগও অন্তর্ভূক্ত করা হয়। পরে নির্যাতিতার বাবাকে বেআইনি অস্ত্র রাখার দায়ে গ্রেফতার করা হয়। তিনি জেলে মারা যান। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশ পুলিশের তিন কর্তা সহ আট জনের বিরুদ্ধে।