কলকাতা 

বৃহস্পতিবার পদত্যাগ করার কথা বললেও পদত্যাগ করেননি বৈশাখী বন্দ্যোপাধ্যায় ; শুক্রবার দেখা করবেন শিক্ষামন্ত্রীর সঙ্গে , তাহলে কী পদত্যাগ করবেন না মিল্লি আল-আমীনে অধ্যক্ষা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কথা দিয়েছিলেন তিনি বৃহস্পতিবার পদত্যাগ করবেন । কিন্ত পদত্যাগ করেননি । আজ শুক্রবার বৈশাখী বন্দ্যোপাধ্যায় দেখা করবেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে । তারপরেই নাকি পদত্যাগ করবেন ।

বৃহস্পতিবার বৈশাখী জানান, এ দিন সকালে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। তার পরেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন, আজ, শুক্রবার পার্থবাবুর কাছে গিয়ে কলেজের এক শিক্ষিকার বিরুদ্ধে তাঁর যাবতীয় অভিযোগ জানিয়ে তদন্ত দাবি করবেন এবং নিজের পদত্যাগপত্রও জমা দেবেন। বৈশাখী যে ফোন করেছিলেন, তা স্বীকার করেছেন শিক্ষামন্ত্রী। তাঁর কথায়, ‘‘ফোন করেছিলেন। বলেছি, কোনও অভিযোগ থাকলে তা এসে দিতে পারেন।’’

Advertisement

বুধবার এই পার্থবাবুকেই ‘চক্রান্তকারী’ বলে অভিযোগ করে বৈশাখী বলেছিলেন, কলেজের শিক্ষিকা শাবিনা ওমর তাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করছেন, তা পার্থবাবুর মদতেই হচ্ছে। এই ‘অসম’ লড়াই তিনি আর লড়তে পারছেন না বলেই রাজ্যপাল অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের আচার্যের কাছে পদত্যাগপত্র দেবেন। কারণ তিনি নিরপেক্ষ। রাজভবন সূত্রে বুধবারই জানানো হয়েছিল, কেন তিনি দেখা করতে চান, তা লিখিত ভাবে জানাতে হবে। এ দিন বৈশাখী বলেন, ‘‘পার্থবাবুর সঙ্গে দেখা করে রাজ্যপালের কাছে যাব। রাজ্যপাল এখন ব্যস্ত। সময় দিলে যাব।’’

শাবিনা এ দিনও জানান, বৈশাখীর বিরুদ্ধে অভিযোগের প্রমাণ আছে তাঁর কাছে। প্রয়োজনে তা পেশ করবেন।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five × two =