কলকাতা 

‘‘প্রয়োজনে আমি দাঁড়াব। আমার জন্যে সাধারণ মানুষের যাতায়াতে অসুবিধা হলে আমি মানব না।’’ : মমতা বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  নিরাপত্তার নামে পুলিশি বাড়াবাড়ি বরাবরই না পসন্দ মমতা বন্দ্যোপাধ্যায়ের । মাঝে মাওবাদী নেতা কিষেণজির মৃত্যুর পর মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কঠোর করা হয়েছিল । সেই নিরাপত্তা আজও বহাল আছে । কিন্ত মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন এটা বাড়াবাড়ি।

বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দর থেকে শহরে আসার পথে  পুলিশকে সতর্ক করে তাঁর নির্দেশ, ‘‘প্রয়োজনে আমি দাঁড়াব। আমার জন্যে সাধারণ মানুষের যাতায়াতে অসুবিধা হলে আমি মানব না।’’

Advertisement

এ দিন মমতা চেন্নাই থেকে কলকাতায় ফেরেন। বিমানবন্দর থেকে শহরে ঢোকার পরে প্রথমে তেঘরিয়া মোড়ের কাছে তাঁর নজরে পড়ে, সার্ভিস রোডে অনেক গাড়ি সার দিয়ে দাঁড়িয়ে।

তখনই গাড়ি থেকে নেমে ট্রাফিক কর্মীদের মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করেন, তিনি যাচ্ছেন বলেই কি রাস্তা বন্ধ করে গাড়ি দাঁড় করানো হয়েছে? সূত্রের খবর, এর পরে তিনি ঘটনাস্থলে হাজির পুলিশ কর্তাদের নির্দেশ দেন, আগে সাধারণ মানুষ, পরে ভিআইপি।

প্রায় ১০ মিনিট মুখ্যমন্ত্রী রাস্তায় দাঁড়িয়ে থেকে অন্য গাড়ির যাতায়াত চালু  করে দেন। তাঁকে রাস্তায় দেখে ভিড় বাড়ে। তাঁদের সঙ্গে কথা বলে ফের রওনা দেন মুখ্যমন্ত্রী। এর পরে তাপুরিয়াঘাটাতেও ট্রাফিক আটকানো হয়েছে দেখে রাস্তায় নেমে পুলিশ কর্তাদের নির্দেশ দেন তিিন।

তবে মুখ্যমন্ত্রীর চলাচল অনাড়ম্বর হলেও তাঁরই দলের কতিপয় নেতা এমনকি, নবীনদের কেউ কেউ রাস্তা জুড়ে নিরাপত্তা বলয় নিয়ে চলাচল করেন এবং তার জেরে অন্য সব গাড়ি আটকে থাকে বলে সাধারণ মানুষের অভিযোগ।

 

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one × 2 =