জেলা 

মুকুল রায় ফের হারলেন , এবার জ্যোতিপ্রিয়-ফিরহাদের কাছে জোর ধাক্কা খেলেন এই বিজেপি নেতা ; বনগাঁ পুরসভা আবার তৃনমূলের দখলে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মুকুল রায় আবার হেরে গেলেন । এবার আর আদালতে নন , এবার রাজনৈতিক ময়দানে । না মমতা কিংবা অভিষেকের কাছে নন , হেরেছেন তিনি যাদের বাচ্চা ছেলে বলে কটাক্ষ করেন তাঁদে কাছে । অনেক আশা নিয়ে বনগাঁ পুরসভা দখল করার চেষ্টা করেছিলেন মুকুল রায় ও বিজেপি নেতৃত্ব ।বনগাঁ পুরসভা নিয়ে কদিন আগে আদালতে লড়াই চলছে । এর মধ্যেই বিজেপিতে যাওয়া ৪ কাউন্সিলর ফের তৃণমূলের যোগ দিল। এর ফলে সংখ্যাগরিষ্ঠ হলো তৃণমূল । তৃণমূলের কাউন্সিলর সংখ্যা ১০ থেকে বেড়ে দাঁড়াল ১৪। বনগাঁ পুরসভায় মোট কাউন্সিলর সংখ্যা ২২ জন ।

বৃহস্পতিবার নগরায়ন ভবনে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে বনগাঁ পুরসভার ৪ জন কাউন্সিলর ফের তৃণমূলের ফিরে এল। মাস খানেক আগে ওই কাউন্সিলররা দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এদিন তারা ফের তৃণমূলে ফিরে আসলেন। এরা হলেন বনগাঁ পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিমাদ্রি মন্ডল, ৬ নম্বর ওয়ার্ডের দিলীপ মজুমদার, ৭ নম্বর ওয়ার্ডের কার্তিক মন্ডল ও ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ কাপুরিয়া।

Advertisement

জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক জানান আরও অনেকেই দলে ফিরে আসতে চাইছে। দলের সৈনিকদের নেওয়া হলেও মীরজাফরদের দলে ফেরানো হবে না। বনগাঁ পুরসভায় ফের তৃণমূলে ফিরে আসা কাউন্সিলররা জানান, বিজেপিতে গিয়ে ভুল করেছিলাম, সেটা বুঝতে পেরে পুরোনো দলে ফিরে এলাম।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

4 × 4 =