জেলা 

আলু সহ নিত্য- প্রয়োজনীয় দ্রব্যে দাম নিয়ন্ত্রনে কড়া পদক্ষেপ করছে রাজ্য সরকার

শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ রমযান মাস চলছে,স্বাভাবিকভাবেই কিছু অসাধু ব্যবসায়ী নিত্য-প্রয়োজনীয় জিনিস পত্রের দাম বৃদ্ধি করে চলেছে। আলুর দাম লাগাম ছাড়া  ভাবে বাড়ছে। এতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচন্ড ক্ষুদ্ধ হয়েছেন। আলুর দাম দ্রুত নিয়ন্ত্রণের তিনি নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ পাওয়ার পর কৃষি বিপনণ মন্ত্রী তপন দাশগুপ্ত ২৮মে আলু ব্যবসায়ী ও কোল্ড স্টোরেজ মালিকদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। কোনভাবেই আলুর দাম আর যাতে না বাড়ে সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য নজরদারি চালানো হবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে রমযান মাসে ফলের দামও অনেকটা বেড়েছে তা যাতে নিয়ন্ত্রণ করা যায় সেদিকেও সরকার নজর দিচ্ছে বলে বিশেষ সূত্রে জানা গেছে।

রমযান মাসে রেশনে চাল-গম-চিনি দেওয়ার পাশাপাশি খেজুর,আটা.ময়দা,বেসন,তেলও কম দামে গরীব মানুষদের দেওয়ার ব্যবস্থা করেছে সরকার। রমযান প্যাকেট নাম দিয়ে অন্তোদয় যোজনায় যাদের নাম নথিভুক্ত একমাত্র তারাই সরকারের এই সুবিধা পাবে।

Advertisement

শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four × 5 =