কলকাতা 

রাজ্য বিজেপির অন্দর মহলে কী কোণঠাসা মুকুল রায় ?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বাংলায় লোকসভা জয়ের অন্যতম কারিগর হলেন মুকুল রায় । বিজেপি দলের সেই সাংগঠনিক শক্তি আর নেই যেখানে বাংলায় তারা ১৮ টি লোকসভা আসন পাবে । কিন্ত পেয়েছে । কারণ তাদের পেছনে ছিলেন মুকুল রায় । আর সেই মুকুল রায় কী এখন বিজেপি দলে ব্রাত্য হয়ে পড়েছে । না হলে কয়েক মাস আগেও যিনি বলেছিলেন অপেক্ষা করুন ! ১০৭ জন বিধায়ক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন ।

বুধবার তা নিয়ে মুকুল রায় সাংবাদিকদের বলেন , ‘‘ওই ১০৭ জনের তালিকা আমি অমিত শাহ, কৈলাস বিজয়বর্গীয় এবং শিবপ্রকাশজিকে দিয়েছি। অমিত শাহজিকে বলেছি, এই তালিকার সকলে বিজেপিতে আসতে চান। এ বার আপনারা ঠিক করুন, কাকে নেওয়া হবে বা কাকে নেওয়া হবে না।’’ রাজনৈতিক মহলের  ব্যাখ্যা, মুকুলবাবু দলে এখন কিছুটা কোণঠাসা বলেই অন্যদের যোগদানের বিষয়ে তাঁকে এ ভাবে দলের কেন্দ্রীয় নেতৃত্বের ভরসায় থাকতে হচ্ছে।

Advertisement

লাভপুরের তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামকে বিজেপিতে যোগদান করানোর পরেই দলের অন্দরে বিদ্রোহ দেখা দেয়। মুকুল রায়ের বিরুদ্ধে সরব হন রাজ্য বিজেপি দলের নেতৃত্ব । মূলত তাঁদের চাপেই আপতত দল ভাঙানোর খেলা বন্ধ করেছে মুকুল । হালিশহর ও কাঁচরাপাড়া পুরসভার কয়েক জন কাউন্সিলর এবং দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের চার জন সদস্য মুকুলবাবুর হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে ফের পুরনো দলে ফিরে যান। এই ঘটনাপ্রবাহের জেরে রাজ্য বিজেপিতে মুকুলবাবুর গুরুত্ব নিয়ে প্রশ্ন ওঠে। মুকুলবাবু অবশ্য দাবি করেন, ‘‘আমি কখনওই অমিত শাহজিকে না জানিয়ে কাউকে দলে যোগদান করাইনি। এ বার সংখ্যাটা অনেক বেশি বলে তালিকা তৈরি করে তাঁকে জমা দিয়েছি।’’

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 + 14 =