দেশ 

বাবরি মসজিদ মামলা : নির্মোহী আখড়াকে দাবির সপক্ষে প্রমাণ দিতে বলল সুপ্রিম কোর্ট

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সুপ্রিম কোর্টে মধ্যস্থতাকারীরা সমাধান করতে পারেননি। ফলে সুপ্রিম কোর্টে বাবরি মসজিদ মামলার চলছে টানা শুনানি। সেই শুনানিতেই বুধবার নির্মোহী আখড়াকে নিজেদের দাবির স্বপক্ষে প্রমাণ দিতে বলল শীর্ষ আদালত। মৌখিক প্রমাণ বা নথি দিয়ে দাবি প্রমাণ করতে হবে, বললেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।

সুপ্রিম কোর্টের নির্দেশেই অযোধ্যা মামলা নিষ্পত্তি করতে মধ্যস্থতা কমিটি তৈরি হয়েছিল। কিন্তু কমিটির সদস্যরা কোনও সমাধান করতে পারেননি। তাই মামলা ফের সুপ্রিম কোর্টে ফিরে এসেছে।

Advertisement

প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ছাড়াও বেঞ্চে রয়েছেন বিচারপতি এস এ বোবদে, বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি এসএ নাজির। বুধবারের শুনানিতে প্রধান বিচারপতি নির্মোহী আখড়ার আইনজীবীর উদ্দেশে বলেন, ‘‘এখন আমরা অধিকার (অযোধ্যার জমির উপর) নিয়ে বিচার করছি। আপনাদেরকেই সেই অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আপনাদের কাছে জমির খাজনার কোনও নথি থাকলে সেটা ভাল প্রমাণ হতে পারে।’’

কোন অধিকারের দাবি করছে নির্মোহী আখড়া? তাদের বক্তব্য, বহু প্রাচীন কাল থেকেই এই জমি আখড়ার অধীনে ছিল। সেখানে সেবাইতরা দেবতাদের পুজো-পার্বনের কাজ করতেন। জমিটি সেবাইতদের জন্যই উৎসর্গ করা ছিল। তাই এই জমির উপর অধিকার এবং পরিচালনার ভার আখড়ার উপরেই ছাড়া হোক, দাবি আখড়ার আইনজীবীর। প্রধান বিচারপতির বেঞ্চের স্পষ্ট বক্তব্য, খাজনার রেকর্ড ছাড়া অন্য নথি বা মৌখিক প্রমাণ দিয়ে প্রমাণ করুন যে ওই জমি সেবাইতদের অধীনে ছিল।’’

আগামিকাল বৃহস্পতিবার শুনানিতে মামলার অন্য কোনও একটি পক্ষের বক্তব্য শুনতে পারে প্রধান বিচারপতির বেঞ্চ।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four − three =