আন্তর্জাতিক 

হুয়ায়েই টেকনোলজিসকে ভারতে ব্যবসা করতে না দিলে ভারতীয় সংস্থাগুলিকে চীনে ব্যবসা করতে দেবে না জানিয়ে দিল চীন প্রশাসন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  হুমকির মুখে পড়লেন ভারত সরকার । এই হুমকি সরাসরি বাণিজ্যিক সম্পর্ক নিয়ে । কড়া হুঁশিয়ারি দিয়েছে চীন । স্পষ্ট বলেছে তাদের  হুয়ায়েই টেকনোলজিসকে ভারতে ব্যবসা করতে যদি না দেয়, তা হলে চিনও সে দেশে ভারতীয় সংস্থাগুলিকে ব্যবসা করতে দেবে না। বেজিংয়ে ভারতের রাষ্ট্রদূত বিক্রম মিসরিকে চিনা বিদেশ মন্ত্রকের কার্যালয়ে ডেকে এ কথা জানিয়ে দেওয়া হয়েছে বলে দিল্লির কূটনৈতিক মহলের খবর।

কয়েক মাসের মধ্যেই ফাইভ-জি সেলুলার নেটওয়ার্ক বসানোর ট্রায়াল শুরু হওয়ার কথা ভারতে। এই প্রযুক্তিতে বিশ্বে যারা এক নম্বর, সেই চিনা সংস্থা হুয়ায়েই টেকনোলজিসের সঙ্গে এ ব্যাপারে এখনও পর্যন্ত যোগাযোগ করা হয়নি বলে জানিয়েছেন টেলিকম মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

Advertisement

কেন ভাবা হয়নি হুয়ায়েই টেকনোলজিসের কথা, টেলিকম মন্ত্রী সেটা সরাসরি না বললেও, দিল্লির কূটনৈতিক মহলের খবর, চিন ও আমেরিকার মধ্যে যে বাণিজ্য যুদ্ধ চলছে, এটা তারই পরিণতি। ফাইভ-জি সেলুলার নেটওয়ার্কের মাধ্যমে চিনা সংস্থাটি গুপ্তচরবৃত্তি করছে, এই অভিযোগে গত মে মাসে সংস্থাটিকে কালো তালিকাভুক্ত করে আমেরিকা। শুধু তাই নয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের তরফে তার মিত্র দেশগুলিকে বলা হয়, ওই সংস্থাটিকে যেন সেই সব দেশে ব্যবসা না করতে দেওয়া হয়।

ভারত যাতে আমেরিকার কথা শুনে সেখানেও ওই চিনা সংস্থাটির ব্যবসা বন্ধ করে না দেয়, তা বোঝানোর জন্য চিনা বিদেশ মন্ত্রকের তরফে জুলাইয়ে বেজিংয়ে ডেকে পাঠানো হয় ভারতীয় রাষ্ট্রদূতকে। বলা হয়, সে ক্ষেত্রে ভারতীয় সংস্থাগুলির ব্যবসার উপরেও ‘পাল্টা নিষেধাজ্ঞা’ জারি করা হবে চিনে।

তবে চিন বা ভারতের বিদেশ মন্ত্রকের তরফে এখনও পর্যন্ত সরকারি ভাবে এ ব্যাপারে কোনও মন্তব্য করা হয়নি।

 

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eleven + seven =