দেশ 

৩৭০ ধারা বাতিলের নেপথ্যে কি শিল্পমহলের চাপ ?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করার নেপথ্যে কী শিল্পমহলের চাপ রয়েছে। প্রশ্ন উঠছে । কারণ কাশ্মীরের নাগরিক বাদে অন্য কেউ জমি কিনতে পারবে না বলে এতদিন সিদ্ধান্ত ছিল । তাই অনেক শিল্পপতি চাইলেও কাশ্মীরে জমি কিনতে পারেননি । কিন্ত সোমবার সংসদের উচ্চকক্ষে ৩৭০ ধারা বাতিলের ঘোষণা পর শিল্পপতিদের মধ্যে উচ্ছ্বাস দেখে পর্যবেক্ষকদের ধারণা ব্যবসায়ী স্বার্থ জড়িত আছে এই সিদ্ধান্তের নেপথ্যে ।

সাধারণত রাজনৈতিক বিষয়ে মুখ খুলতে অনীহা দেখানো দেশের শিল্প মহল দিন জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্তে রীতিমতো উচ্ছ্বসিত।

Advertisement

মহীন্দ্রা গোষ্ঠীর কর্ণধার আনন্দ মহীন্দ্রা থেকে জেএসডব্লিউ গোষ্ঠীর সজ্জন জিন্দল৩৭০ বিলোপের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন প্রায় সকলেই। এক বাক্যে বলছেন, এই ঘোষণা আক্ষরিক অর্থেই ঐতিহাসিক। শিল্প মহলের আশা, এর দৌলতে বড় বিনিয়োগের রাস্তা খুলে যাবে জম্মু কাশ্মীরে। তার জন্য নেওয়া যাবে জমি। ৩৭০ নম্বর অনুচ্ছেদে দেওয়া বিশেষ মর্যাদার জেরে যা এত দিন করা যেত না। কানাঘুষো, বছরই (অক্টোবর নাগাদ) পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে, জম্মু কাশ্মীরে বড় মাপের শিল্প সম্মেলনের আয়োজন করতে পারে কেন্দ্র। চেষ্টা হতে পারে বড় অঙ্কের লগ্নিঘোষণারও।

সোমবার রাজ্যসভা এবং লোকসভায় এই বিল নিয়ে আলোচনার সময়ে সরকার বার বার বোঝাতে চেয়েছে যে, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য জম্মু কাশ্মীরকে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে পুরোদস্তুর যুক্ত করা। সেখানে লগ্নির রাস্তা প্রশস্ত করা। ইঙ্গিত, এত বড় সিদ্ধান্তের পরে মূলত আর্থিক উন্নয়নের রাস্তায় হেঁটেই উপত্যকার মানুষের মন পাওয়ার চেষ্টা করবে তারা। দিন বিনিয়োগের সেই প্রতিশ্রুতির অন্তত ইঙ্গিত ফুটে উঠেছে শিল্প মহলের কথাতেও। অনেকে ডুব দিয়েছেন নস্ট্যালজিয়াতেও।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 × 1 =