দেশ 

রাজ্যসভায় পাশ হয়ে গেল কাশ্মীর পূর্ণগঠন বিল ; আনুষ্ঠানিকভাবে রাজ্যের মর্যাদা হারল কাশ্মীর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কাশ্মীর পূর্নগঠন বিল রাজ্যসভায় পাশ হয়ে গেল । ফলে আনুষ্ঠানিকভাবে রাজ্যের মর্যাদা হারল কাশ্মীর ।সেই সঙ্গে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল ভেঙ্গে দিল। একটি হল জম্মু ও কাশ্মীর – যাদের নিজস্ব আইনসভা থাকবে এবং অন্যটি হল লাদাখ। যাদের কোনও আইনসভা থাকবে না।

এদিন এই প্রস্তাবের পর থেকেই কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বাম দলগুলি সহ একাধিক বিরোধীরা কেন্দ্রের এই পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার হয়। কেন্দ্র জম্মু ও কাশ্মীরকে আরও অবনতির পথে ঠেলে দিচ্ছে। এমন অভিযোগ তুলেছে তারা। তবে এনডিএ শরিক না হয়েও বেশ কিছু বিরোধী দল কেন্দ্রীয় প্রস্তাবে সহমত জানিয়েছে। যার মধ্যে রয়েছে মায়াবতীর বহুজন সমাজ পার্টি, চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি, অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি ইত্যাদি। তাঁরা জানিয়ে দেন, জাতীয় স্বার্থেই তারা এই প্রস্তাবকে সমর্থন জানাচ্ছেন।

Advertisement

যার ফলে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জম্মু ও কাশ্মীর রিঅর্গানাইজেশন বিল পাস হয়। যার ফলে পাকাপাকিভাবে কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ হল। তবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন জানিয়েছেন, রাজ্যের তকমা কেড়ে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হলেও ফের একবার কাশ্মীরকে রাজ্যের তকমা ফিরিয়ে দেওয়া যেতে পারে।

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

10 + two =