কলকাতা 

কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের দাবিতে সারা দেশজুড়ে প্রতিবাদ দিবস পালন করবে সিপিএম ; কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নিয়ে গণতন্ত্রের উপর হামলা করেছে মোদী সরকার বললেন মুহাম্মদ সেলিম

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  ৩৭০ ধারা বাতিলের পর সিপিএম দল অবস্থান স্পষ্ট করল । সিপিএমের পলিটব্যুরোর সদস্য মুহাম্মদ সেলিম আজ ফেসবুক লাইভে বলেন, কাশ্মীর থেকে ৩৭০ ও ৩৫ এ ধারা লোপ করা গণতন্ত্রের উপর হামলা ও একটি বেআইনি সিদ্ধান্ত। রাজনৈতিক স্বার্থে কেন্দ্রের মোদী সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করল।

সেলিম বলেন, ভারতের সঙ্গে থাকার জন্য জম্মু-কাশ্মীরকে এই বিশেষ মর্যাদা প্রদান করা হয়েছিল। ৩৭০ ধারা রদ করে জম্মু-কাশ্মীরের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করল সরকার। যে সরকার সন্ত্রাস মুক্ত করতে পারেনি এতদিনেও, সন্ত্রাসের ভয়ে অমরনাথ যাত্রা শেষ করতে পারে না, তারা কী করে এই সিদ্ধান্ত নেয়।

Advertisement

সেলিম বলেন, সংসদে নতুন বিল আনতে গেলে দু-দিন আগে প্রতিলিপি দিতে হয়। সরকার তা দেয়নি। উল্টে ৩৭০ ধারা বিলোপে সংবিধানকে আঘাত করে কাশ্মীরের পরিস্থিতি আরও জটিল করে তুলল। এর ফলে পাকিস্তানি ও সন্ত্রাসবাদীদের লাভ হবে। সুবিধা পাবে বিচ্ছিন্নতাবাদীরা।

এই সিদ্ধান্তে কাশ্মীরে গণতন্ত্রপ্রেমী মানুষের কণ্ঠরোধ করা হল। কেন্দ্রের সরকারে এই সিদ্ধান্তের বিরোধিতা করে ৭ আগস্ট সারা দেশব্যাপী কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় প্রতিবাদ দিবস পালন করবে সিপিএম।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 × four =