কলকাতা 

রাজ্য সরকার যখন আন-এডেড মাদ্রাসায় অনুদান দিয়েছে নিশ্চয়ই বেতনটাও দেবে : মুহাম্মদ সফিক

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সরকারের সঙ্গে বিরোধিতা করে কখনও দাবী আদায় করা যায় না। বরং সরকারের সঙ্গে আলাপ-আলোচনার মধ্য দিয়ে দাবি করা যেতে পারে । আজ সোমবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন আন-এডেড মাদ্রাসা বাঁচাও কমিটির রাজ্য সম্পাদক আবদুল ওহাব মোল্লা । এদিন সাংবাদিক সম্মেলনে রাজ্যের ২৩৫টি আন-এডেড মাদ্রাসার পরিকাঠামো উন্নয়নের জন্য রাজ্য সরকার আর্থিক সাহায্য দেওয়ার জন্য ২ আগষ্ট নোটিফিকেশন জারি করেছে তার জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কলকাতার মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিমকে ধন্যবাদ জানান সংগঠনের নেতারা ।এরপরেই তাঁরা দাবি করেন , আন-এডেড মাদ্রাসার শিক্ষকদের জন্য মাসিক বেতনের ব্যবস্থা যাতে করা হয় সেদিকে সরকার যেন নজর দেয়।

সংগঠনের  সভাপতি কাজী মীরাজুল ইসলাম প্রত্যাশা করে বলেন , আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অত্যন্ত মানিবিক । তাই আমাদের আশা খুব তাড়াতাড়ি মাসিক বেতনের নির্দেশিকা সরকারের পক্ষ থেকে জারি করা হবে । মাননীয় পুরমন্ত্রী ও কলকাতার মেয়র জনাব ফিরহাদ হাকিম সাহেবের আন্তরিক উদ্যোগে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আন এডেড মাদ্রাসার শিক্ষকদের মাসিক বেতন চালু হবে বলে আশা ব্যক্ত করেন আব্দুল আলিম।
আজকের সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিরেন কলকাতা নাখোদা মসজিদের ঈমাম মাওলানা মুহাম্মদ সফিক কাসেমি সাহেব। তিনি বলেন – রাজ্য সরকার যখন অনুদান দিয়েছে। নিশ্চয়ই বেতনটাও দিবে। সমাজসেবী ও শিল্পপতি খালেদ এবাদুল্লাহ বলেন – জন্মলগ্ন থেকে আমি আন এডেড মাদ্রাসার বিভিন্ন আন্দোলনে ছিলাম। এখনও আছি। ভবিষ্যতেও থাকবো।তিনি আরও বলেন – মাসিক বেতনের জন্য আমি নিজে মূখ্যমন্রী ও ফিরহাদ হাকিমের কাছে যাবো।

Advertisement

রাজ্য সহ সভাপতি ও মুশিদাবাদ জেলার কান্ডারী ও সভাপতি মহঃ সাহাবুদ্দিন বলেন – পিছিয়েপড়া মুশিদাবাদ জেলায় ৪৮টি আন এডেড মাদ্রাসা আছে । দিদি অনুদানের সার্কলারটি বের করার পর থেকে জেলার শিক্ষকরা খুব খুশি। আরো খুশি হবে দিদি যে দিন বেতনের নির্দেশিকা বের করবে। আশা করি আমরা আবারও ফিরহাদ হাকিম সাহেবের সাথে বসবো এবং বেতনের দাবীটাও আদায় করে নিয়ে আসবো। মহম্মদ আলি বলেন – মা মাটি মানুষের সরকারের উপর আমাদের ভরসা রাখতে হবে। এছাড়া উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুরের সভাপতি মহঃ মোস্তফা, মনিরুদ্দিন, সুবিদ আলি, ডোমকলের জাফর, সইদুল সহ আরো অনেকে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four × five =