সংবিধানকে হত্যা করল মোদী সরকার : গোলাম নবী আজাদ
বাংলার জনরব ডেস্ক : জম্মু-কাশ্মীরের উপর থেকে ৩৭০ ধারা বাতিলের পর রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভায় বর্তমানে কংগ্রেসের দলনেতা গুলাম নবি আজাদ সাংবাদিকদের বলেন, সংবিধানকে হত্যা করা হল। ভারতের মানচিত্র থেকে একটা রাজ্য আজ মুছে গেল— এমন মন্তব্যও করেন তিনি।
সোমবার রাজ্যসভাতেও কংগ্রেস নেতা ও জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গোলাম নবী আজাদ বলেন , এটা ঠিক হচ্ছে না । কাশ্মীরের মানুষ এটা মেনে নেবে না। সংবিধান মেনে কাজ করা উচিত । একটি রাজ্য ভারতের মানচিত্র থেকে মুছে দেওয়া হল।
আর বিজেপির অস্বস্তি বাড়িয়ে শরিক দল জেডিইউ বিরোধিতা শুরু করে সরকারের এই সিদ্ধান্তের এবং রাজ্যসভা থেকে জেডিইউ ওয়াকআউট করে।