‘‘বিজেপি চাইলেও এরাজ্যের পুজো দখল করতে পারবে না” : সুব্রত মুখোপাধ্যায়
বাংলার জনরব ডেস্ক : বিজেপি দলকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় । রবিবার একডালিয়া এভারগ্রিন পুজো কমিটির খুঁটিপুজো উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় । এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুব্রত মুখোপাধ্যায় বলেন ,বিজেপি চাইলেও পশ্চিমবঙ্গের পুজোকে দখল করতে পারবে না। বিজেপির ধর্মের ভিত্তিতে রাজনীতি করে । একডালিয়া এভারগ্রিনের দূর্গাপুজো সুব্রত মুখোপাধ্যায়ের পুজো বলেই পরিচিত। এদিন খুঁটিপুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও। সুব্রতবাবুর সুরেই বিজেপির বাংলা দখলের চেষ্টাকে কটাক্ষ করেছেন শোভনদেবও।
এদিন খুঁটিপুজোয় অংশ নিয়ে বিজেপিকে নিশানা করেন সুব্রত মুখোপাধ্যায় বলেন, “আগে এই বছরটা ওরা আমাদের কাছে ট্রেনিং নিক। ওরা পঞ্চায়েত, এমএলএ যে স্টাইলে দখল করছে, সেই স্টাইলে পুজো দখল করতে চাইছে। এভাবে হয় না। বিজেপি চাইলেও এরাজ্যের পুজো দখল করতে পারবে না।” একই সুর শোনা যায় শোভনদেব চট্টোপাধ্যায়ের কথাতেও। হুঁশিয়ারি দেন, ‘‘ এই রাজ্যের পুজো যে ওভাবে কবজা করা যায় না। পুজো কবজা করতে এলে মুখ থুবড়ে পড়তে হবে বিজেপিকে।”
এদিন একডালিয়া এভারগ্রিনের খুঁটিপুজোয় ঢাক বাজাতে দেখা যায় শোভনদেব চট্টোপাধ্যায়কে। অন্যদিকে সুব্রত মুখোপাধ্যায়কে দেখা যায় ফুল-বেলপাতা সহ মনযোগ সহকারে পুজো দিতে। খুঁটিপুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও।