দেশ 

গুজরাটের এক শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কুমীর ! বিশ্বাস হচ্ছে না ! ক্লিক করুন সব জানতে পারবেন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যের এক শহরে কুমীর ঘুরে বেড়াচ্ছে যা দেখে নাগরিকরা আতংকিত । কুমীর এলো কোথা থেকে ? তা নিয়ে ধন্দে পড়েছে সাধারন মানুষ । আসলে কয়েকদিন ধরে গুজরাটের বডোদরা শহর সহ বেশ কয়েকটি এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছে । তার ফলে রাস্তায় বৃষ্টির জল দাঁড়িয়ে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আর এখানে নিজেদের স্বাভাবিক বাসস্থান থেকে জল বেয়ে শহরের রাস্তায় উঠে এসেছে কুমীরের  দল। ঘুরে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায়।

বডোদরার বাসিন্দারা সেই সব কুমীরের ছবি সোস্যাল মিডিয়া এবং টুইট করেছে । যা এখন ইন্টারনেটের বদৌলতে ভাইরাল হয়ে গেছে। রাস্তায় কুমিরের ঘুরে বেড়নোর ছবি তো আর প্রতিদিন দেখা যায় না। তাই তারা রাস্তার জলে কুমিরে ঘুরে বেড়ানোর সেই ছবি, ভিডিয়ো পোস্ট করছেন।

Advertisement

ভিডিয়োগুলিতে দেখা যাচ্ছে, রাস্তায় কোথাও কোথাও এক হাঁটু বা তার বেশিও জল জমে রয়েছে। আর সেই জলে ঘুরে বেড়াচ্ছে কুমির। সেগুলিকে ধরে উদ্ধার করছেন স্থানীয়রাই। যেখানে দেখা যাচ্ছে মুখ বাঁধা অবস্থায় কুমিরগুলিকে তুলে নিয়ে যাচ্ছেন স্থানীয়রা। এমনকি একটি ভিডিয়ো আপলোড হয়েছে, সেখানে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কুমির।

গুজরাতের বন দফতরের এক আধিকারিক নিতিন পটেল জানিয়েছেন, স্থানীয়রা কুমিরগুলিকে ধরেন। সেই সঙ্গে খবর দেন তাঁদের। তাঁরা গিয়ে কুমিরগুলিকে উদ্ধার করে এনেছেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one + six =