দেশের আর্থিক অবস্থা বেহাল স্বীকার করলেন নীতি আয়োগের সিইও ; আর্থিক অবস্থা নিয়ে এবার সরব শিল্পপতিরাও
বাংলার জনরব ডেস্ক : দেশের অর্থনীতিতে যে মন্দা চলছে তা কার্যত স্বীকার করে নিলেন নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত । তিনি মন্তব্য করেছেন সংস্কারের জন্যই আর্থিক গতি শ্লথ হয়েছে ।
অমিতাভ বেহাল অর্থনীতি কথা স্বীকার করে নিয়ে বলেছেন , জিএসটি, দেউলিয়া বিধি, আবাসন নিয়ন্ত্রণ আইনের মতো এক গুচ্ছ সংস্কারের কারণেই গতি কমেছে অর্থনীতির চাকায়। মোদী সরকারের প্রধান আধিকারিকের মুখে একথা শুনে বিরোধীরা বলছেন, এই প্রথম সরকারের কেউ অন্তত এ কথা স্বীকার করলেন। মেনে নিলেন যে, নোট বাতিল, ত্রুটিপূর্ণ জিএসটির মতো ভুল পদক্ষেপের ফলেই আসলে ভুগতে হচ্ছে দেশের অর্থনীতিকে ।
এদিকে অর্থনীতি মন্দা নিয়ে এতদিন সেই অর্থে কেউ মুখ খোলেননি। এবার বেশ কয়েক জন শিল্পপতি ও উদ্যোগপতি আর্থিক নীতি প্রশ্ন তুলেছেন । যেমন, এলঅ্যান্ডটি-র নন-এগ্জ়িকিউটিভ চেয়ারম্যান এ এম নায়েক, এইচডিএফসি-র চেয়ারম্যান দীপক পারেখ প্রমুখ।
এইচডিএফসি-র চেয়ারম্যান পারেখের মতে, অর্থনীতির হাল দেখেই ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাঙ্কগুলি ঝুঁকি নিতে চাইছে না। ফলে ব্যাঙ্ক ছাড়া অন্য আর্থিক প্রতিষ্ঠানে নগদের অভাব ঘটছে।
অন্যদিকে শিল্পপতি এ এম নায়েকের মন্তব্য সরকার যাই বলুক দেশের আর্থিক উন্নয়ন ৬.৫ শতাংশের বেশি হবে না ।অর্থনীতি চাঙ্গা করতে নীতি আয়োগের সিইও অমিতাভ কান্তের দাওয়াই, নগদের জোগান বাড়াতে হবে। চাঙ্গা করতে হবে বেসরকারি লগ্নি। বিলগ্নিকরণের পথে হাঁটতে হবে আরও বেশি করে। জরুরি কাঠামোগত সংস্কারও। অর্থনীতিবিদদের প্রশ্ন, কান্ত যখন সংস্কারের প্রয়োজন বুঝছেন, তখন ভোটে বিপুল জয়ের পরেও বাজেটে তার চিহ্ন দেখা গেল না কেন?